কলকাতা ব্যুরো: রাষ্ট্রপতি পদে সহজেই জয় পেয়েছেন এনডিএ জোটের প্রার্থী। উপরাষ্ট্রপতি পদেও এনডিএ-র প্রার্থী বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় অনেকটাই এগিয়ে রয়েছেন। উপরাষ্ট্রপতি ভোটের এখনও বেশ কিছুদিন বাকি। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ তুললেন ১৭ বিরোধী দলের উপরাষ্ট্রপতি প্রার্থী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা। তাঁর অভিযোগ, বিজেপির বন্ধুদের ফোনের পর থেকেই তাঁর মোবাইলের ইনকামিং-আউটগোয়িং বন্ধ করে দেওয়া হয়েছে।
নম্বর সক্রিয় করতে কেওয়াইসি-ও করতে বলা হয়েছে বলে অভিযোগ আলভার। সোমবার রাতের টুইটে আলভা লিখেছেন, ‘প্রিয় BSNL/MTNL, আজকে বিজেপির কিছু বন্ধুদের সঙ্গে কথা বলার পর, আমি কাউকে কল করতে পারছি না। আমাকেও কেউ ফোন করতে পারছেন না। আপনারা যদি পরিষেবাগুলি পুনরুদ্ধার করেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আজ রাতে বিজেপি, তৃণমূল কংগ্রেস বা বিজেডির থেকে কোনও সাংসদকে ফোন করব না।’
টুইটের শেষে ‘লাভ’ ইমোজি পোস্ট করেন মার্গারেট। লেখেন, ‘বিশেষ দ্রষ্টব্য, এর পরও কি আপনাদের কেওয়াইসি লাগবে?’ এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিরোধীদের বাজি ৫ বারের কংগ্রেস সাংসদ, রাজীব-ইন্দিরা জমানার কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা। ১৯৭৪ সালে প্রথমবার কংগ্রেসের পক্ষে রাজ্যসভার সাংসদ হন মার্গারেট। ১৯৮০, ১৯৮৬ ও ১৯৯২ সালেও রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।
রাজ্যসভার সাংসদ থাকাকালীন সংসদীয় মন্ত্রী, যুবকল্যাণ মন্ত্রক, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন আলভা। অগস্টের ৬ তারিখে উপরাষ্ট্রপতি ভোট। ১৯ জুলাই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়ন যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ২০ জুলাই। আর ২২ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল।