কলকাতা ব্যুরো : আগামী ৭২ ঘন্টার মধ্যে রাজ্যের সব পেট্রোল পাম্প থেকে সরিয়ে ফেলতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। সেই সঙ্গে কোভিডের টিকার শংসাপত্র থেকেও সরিয়ে ফেলতে হবে প্রধানমন্ত্রীর ছবি। কারণ ভোটের দামামা বাজার পর এবং নির্বাচন কমিশনের মডেল কোড অব কন্ডাক্ট জারি হওয়ার পর সরকারি কাজের জন্য রাজনৈতিক নেতার ছবি ব্যবহার মানে নির্বাচনী বিধি ভঙ্গ করা। 

গতকাল সকালেই পেট্রোল পাম্প ও কোভিডের টিকার শংসাপত্রে মোদীর ছবি ব্যবহার করা নিয়ে আপত্তি তোলে তৃণমূল। দুপুরে তা নিয়ে কমিশনের কাছে তাঁরা নালিশও জানায়। এদিন প্রথমে সকালের দিকে এই নিয়ে ট্যুইট করেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি লেখেন, ‘ভোটের নির্ঘণ্ট ঘোষিত হয়ে গিয়েছে। তারপরও প্রধানমন্ত্রীর ছবি কোভিড-১৯ সার্টিফিকেটে ব্যবহৃত হচ্ছে।’ এরই পাশাপাশি দুপুরে কলকাতার বিবাদি বাগ এলাকায় নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে এই নিয়ে বিস্তারিত ভাবে অভিযোগ জানিয়ে আসেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধি দল।

সেই আপত্তির জেরে রাতেই রাতেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় কমিশন। তাঁরা স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, আগামী ৭২ ঘন্টার মধ্যে রাজ্যের সব পেট্রোল পাম্প থেকে মোদীর ছবি সরিয়ে দিতে হবে। সেই সঙ্গে কোভিড টিকার শংসাপত্রেও তাঁর ছবি ব্যবহার বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে বাংলার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস খুশি হলেও চূড়ান্ত ক্ষুব্ধ হয়েছে বিজেপি। তাঁরা বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে আদালতেও মামলা দায়ের করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেই খবর।  

Share.
Leave A Reply

Exit mobile version