কলকাতা ব্যুরো: শুক্রবার ১৭ সেপ্টেম্বর ৭১ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ৭১ বছরের জন্মদিন দেশজুড়ে পালন করছে বিজেপি। আজ থেকে আগামী ২০ দিন নানা অনুষ্ঠান ও নানা কর্মসূচির মাধ্যমে মোদী-বন্দনার আয়োজন করেছে গেরুয়া শিবির। নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ‘সেবা ও সমর্পণ অভিযান’ পালন করছে বিজেপি। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাতেও সাড়ম্বরে মোদীর জন্মদিন পালন করছে রাজ্য বিজেপি।

১৯৫০-এর ১৭ সেপ্টেম্বর জন্ম নরেন্দ্র মোদীর। আজ ৭১ বছর পূর্ণ করলেন মোদী। এর পাশাপাশি প্রশাসক হিসেবেও এবছরই ২০ বছর পার করতে চলেছেন মোদী। আগামী ৭ অক্টোবর প্রশাসক হিসেবে ২০বছর পূর্ণ করবেন মোদী। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রশাসক-জীবনের পথ চলা শুরু। বর্তমানে আজ তিনি দেশের প্রধানমন্ত্রী। মোদীর এই দীর্ঘ প্রশাসনিক জীবনকেও দেশবাসীর কাছে অনন্যরূপে তুলে ধরতে সচেষ্ট গেরুয়া শিবির।

উল্লেখ্য, নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে আজ প্রায় দেড় কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। দলের শীর্ষ নেতৃত্বের তরফে সেইমতোই নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। দেশের প্রায় ১৪ কোটি গরিব মানুষকে ‘ফ্রি রেশন’ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।

এর পাশাপাশি টানা ২০ দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির, স্বাস্থ্য সচেতনতা শিবির চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০ বছরের রাজনৈতিক কেরিয়ারের বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ সেই চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বারাণসীর ভারত মাতা মন্দিরে আজ মোদির জন্মদিন উপলক্ষ্যে ৭১ হাজার মাটির প্রদীপ জ্বালানো হবে। নরেন্দ্র ছবি দেওয়া ৫ কোটি পোস্টকার্ড বিলি করা হবে দেশের বিভিন্ন পোস্ট অফিস থেকে।

এদিকে এদিন কলকাতায় রাজ্যপাল জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ৭১টি গাছ রোপন করেছেন। তিনি বলেছেন জলবায়ু পরিবর্তন গোটা বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ, সেকারণে গাছ লাগানো উচিত।’ প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জগদীপ ধনখড়ের সুসম্পর্ক রয়েছে। একুশের বিধানসভা ভোটের সময় থেকে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

আজ থেকে টানা ২০ দিন ধরে দেশজুড়ে নানা কার্যক্রমের মাধ্যমে মোদীর জন্মোৎসব পালন করবে বিজেপি। আজ মোদীর জন্মদিন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রক প্রধানমন্ত্রীর প্রাপ্ত নানা উপহার এবং স্মারকের ই-নিলামের আয়োজন করেছে। এদিন প্রায় ১৩০০ এমনই কিছু উপহার ই-নিলামে তোলা হবে। যার মধ্যে রয়েছে অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়ার ছোড়া জ্যাভলিন। সম্প্রতি টোকিও থেকে ফিরে প্রধানমন্ত্রীকে সেটি উপহার হিসেবে দিয়েছিলেন নীরজ। সংস্কৃতি মন্ত্রকের তরফে জানা গিয়েছে, ওই জ্যাভলিনের বেস প্রাইজ হতে পারে ৭৫ লক্ষ টাকা।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীকে অযোধ্যার রাম মন্দিরের প্রতিরূপ উপহার হিসেবে দিয়েছিলেন। উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সাতপাল মহারাজও মোদীকে চারধামের কাঠের একটি প্রতিরূপ দিয়েছিলেন। সেই উপহারগুলিও আজ ই-নিলামে তোলা হবে।

মোদীর ৭১তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি রাখেনি বিজেপি। প্রধানমন্ত্রীর জন্মোৎসব পালনে একটানা ২০ দিনের নানা কর্মসূচি সাজানো হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এব্যাপারে রীতিমতো উদ্যোগ নেন আগেভাগেই। রাজ্যে-রাজ্যে দলের তরফে মোদীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সবরকম উদ্যোগ নিতে আগেই তিনি নির্দেশ পাঠিয়েছিলেন দলের রাজ্য ইউনিটকে। আজ ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মোৎসব পালন করবে বিজেপি। স্বচ্ছতা অনুষ্ঠানের পাশাপাশি নরেন্দ্র মোদীর জন্মদিনে আজ বিজেপির তরফে রাজ্যে-রাজ্যে রক্তদান শিবিরেরও আয়োজন করেছে গেরুয়া শিবির।

অন্যদিকে নরেন্দ্র মোদীর জন্মদিনকে কটাক্ষ করে আজ জাতীয় বেকারত্ব দিবস পালন করছে কংগ্রেস। জাতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভির কথায়, ‘বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। অথচ বর্তমানে এ বিষয়ে কোনও কথা বলছে না কেন্দ্র। এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজ রাস্তায় নামে যুব কংগ্রেস।’

Share.
Leave A Reply

Exit mobile version