কলকাতা ব্যুরো: কমছে কোভিডের প্রকোপ। সেই কারণে চলতি সপ্তাহ থেকেই রাজ্যের সমস্ত প্রাথমিক ও  উচ্চপ্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দীর্ঘ দুই বছর পর খুলছে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলি। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই খোলা হচ্ছে সমস্ত স্কুলের প্রাথমিক বিভাগ, খুলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও। সোমবার নয়া কোভিড গাইডলাইন জারি করে এ কথা জানালো নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে কী কী নিয়ম বিধি মেনে স্কুল খুলবে, সেই সংক্রান্ত একটি পৃথক এসওপি (standard operating procedure) জারি করবে স্কুল শিক্ষা দফতর। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আপাতত ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে। 

পাশাপাশি আইসিডিএস বা অঙ্গনওয়াড়িগুলিও খুলে দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। এ ক্ষেত্রেও নারী ও শিশু কল্যাণ দফতর থেকে একটি পৃথক এসওপি জারি করা হবে বলে নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে। সূত্রের খবর, শিক্ষা দফতর থেকে এর আগে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির জন্য যে এসওপি জারি করা হয়েছিল, তার উপর ভিত্তি করেই প্রাইমারি স্কুলগুলোকে খোলার নির্দেশ দেওয়া হবে। দূরত্ব বিধিতে জোর দেওয়ার পাশাপাশি ছোটদের জন্য বিশেষ ভাবনাও রাখা হচ্ছে বলে সূত্রের খবর। তবে স্বাস্থ্য দফতরের পরামর্শ মেনেই জারি হবে নির্দেশিকা। জানা গিয়েছে, রোটেশন পদ্ধতি ব্যবহার করা হতে পারে। এছাড়া সেকশন ভিত্তিক ভিন্ন দিনে স্কুল হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

নয়া কোভিডবিধিতে শিথিল করা হয়েছে নাইট কারফিউও। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত্রিকালীন বিধিনিষেধ। এতদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি ছিল। 

উল্লেখ্য, বড়দের জন্য স্কুল আগেই খুলে গিয়েছিল। সেই সঙ্গে ছোটদের জন্য স্কুলের বদলে চলছিল “পাড়ায় শিক্ষালয় প্রকল্প”। সেই কর্মসূচীকে ঘিরে বিভিন্ন জায়গায় নানবিধ সমস্যার কথা উঠে আসছিল। এই পরিস্থিততে, ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সব প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিল নবান্ন। পাড়ায় শিক্ষালয় শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিশেষ করে যে কোভিড বিধির কথা মাথায় রেখে পাড়ায় শিক্ষালয় চালু করা হয়েছিল, সে বিষয়ে দ্বিমত পোষণ করেছিলেন অভিভাবকরা।

উল্লেখ্য, রাজ্যে বর্তমানে যে কোভিড বিধি রয়েছে, তা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি রয়েছে। এক্ষেত্রে নতুন এই গাইডলাইন ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে। জারি থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।  

Share.
Leave A Reply

Exit mobile version