কলকাতা ব্যুরো: বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ পশ্চিমদিকে সরে গিয়ে বর্তমানে ঝাড়খন্ড ও বিহারের উপর অবস্থান করছে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করেছে। এবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কমে আসবে। তবে পশ্চিমের কিছু কিছু জেলায় শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এছাড়া উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরে বৃষ্টিপাত চলবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। দিল্লির মৌসম ভবন বর্ষা বিদায়ের ঘোষণা করলেও আশার বাণী নেই পশ্চিমবঙ্গের জন্য। ৬ অক্টোবর থেকে বর্ষা বিদায়ের পালা শুরু হবে বলেই মৌসম ভবন সূত্রে খবর অর্থাৎ প্রথমে উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। এরপর ধাপে ধাপে গোটা দেশ থেকেই বর্ষা বিদায় নেবে।

তবে মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর আগে মৌসুমী বায়ু বিদায়ের সম্ভাবনা কম। সক্রিয় মৌসুমী বায়ু থাকার ফলে দুর্গাপূজার দিনগুলিতেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে মৌসম ভবন সূত্রে খবর। এ বছর সন্তোষজনক বৃষ্টিপাত হয়েছে দেশ জুড়ে। মৌসম ভবন জানিয়েছে, কেরালায় ৫ জুন বর্ষা প্রবেশ করার পর, এ বছর প্রায় সব জায়গাতেই পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। কোথাও ঘাটতি দেখা যায়নি।

শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি শহর ও শহরতলিতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version