কলকাতা ব্যুরো: ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় (Suvendu Adhikari Convoy) দুর্ঘটনার কবলে পড়লো। পূর্ব মেদিনীপুরের এবার ঘটনাস্থল কলকাতার কালিকাপুর। জানা গিয়েছে, সোমবার রাতে কলকাতায় শুভেন্দু অধিকারীর কনভয়ে (Suvendu Adhikari Convoy) থাকা একটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। লরির চালককে আটক করা হয়েছে।

সোমবার রাত বারোটা নাগাদ ইএম বাইপাসের কালিকাপুর মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ে (Suvendu Adhikari Convoy) থাকা একটি গাড়ি। সূত্রের খবর, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উত্তরমুখী লেন দিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল বিরোধী দলনেতার কনভয়। অভিযোগ, ঠিক সেই সময় শুভেন্দুর গাড়ি বেরিয়ে যাওয়ার পর তাঁর কনভয়ের পিছন দিকে থাকা অন্য একটি গাড়িতে ধাক্কা মারে একটি দ্রুতগামী ট্রাক। ক্ষতিগ্রস্ত হয় ওই গাড়িটির একাংশ। তবে গুরুতর জখম হননি কেউ। সঙ্গে সঙ্গে আটক করা হয় ট্রাক চালককে ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটনার পর দ্রুত তাঁর কেন্দ্রীয় নিরাপত্তায় থাকা বাহিনীর জওয়ানরা শুভেন্দু অধিকারীকে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় সার্ভে পার্ক থানার পুলিশ এবং কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্টরা।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে অনুমান করা হয় মদ্যপ অবস্থায় ট্রাক চালাচ্ছিলেন ওই চালক। তাঁকে আটক করে সার্ভে পার্ক থানায় নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, তিনি মদ্যপ ছিলেন কি না তা জানতে ব্রেথ অ্যানালাইজার দিয়ে তাঁকে পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ মেলে। গোটা ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে। শুরু হয়েছে তদন্ত।

Share.
Leave A Reply

Exit mobile version