কলকাতা ব্যুরো: গ্রেফতার করা হল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা কাজল গোস্বামীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশ বছর আগের একটি চেক বাউন্সের ঘটনার জেরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। যদিও এবিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য পুলিশের তরফে পাওয়া যায়নি। অন্যদিকে কাজলবাবুর দাবি, রাজনৈতিক শত্রুতার জেরেই পৌরসভা নির্বাচনের আগে তাঁকে এভাবে হেনস্থা করা হচ্ছে ।

জেলায় বরাবরই শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত কাজল গোস্বামী। এমনকি শুভেন্দুবাবুর বিজেপিতে যোগদানের আগেই গেরুয়া পোশাকে শুভেন্দুবাবুর পোস্টার শহরে লাগিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই কাজলবাবুই । পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে একটি চেক বাউন্সের ঘটনার জেরে কলকাতায় কাজলবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার জেরেই এতদিন পর কাজলবাবুর বিরুদ্ধে জারি করা একটি গ্রেফতারি পরোয়ানা এসে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশের কাছে।

আর সেই পরোয়ানার ভিত্তিতেই রবিবার রাতে কাজলবাবু এবং তাঁর স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ । সোমবার দুপুরে তাঁদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে । অন্যদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাজলবাবু জানান, রাজনৈতিক পরিকল্পনার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, পুরসভা নির্বাচনের আগে অম্লান ভাদুড়ি-কাজল গোস্বামী জুটি ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভায় বিজেপির হয়ে প্রভাব ফেলতে পারে। সেই ভয় থেকেই শাসকদলের কথায় আমাকে গ্রেফতার করা হয়েছে । তবে তৃণমূলের দালালরা পুলিশকে ব্যবহার করে যতই আক্রমণ করুক, এভাবে কাজল গোস্বামীকে আটকে দেওয়া যাবে না । দশ বছরের পুরোনো চেক বাউন্সের একটি মামলায় আমাকে গ্রেফতার করা হয়েছে । অথচ সেই মামলা অনেকদিন আগেই খারিজ হয়ে গিয়েছে ।

Share.
Leave A Reply

Exit mobile version