কলকাতা ব্যুরো: কার্গিল বিজয় দিবসে শহীদ সেনাদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মন কী বাত অনুষ্ঠানে পাকিস্তানকে তোপ দাগলেন, ভারতের বন্ধুত্বের জবাবে পিছন থেকে ছুরি মারার অভিযোগে। ২১ বছর আগে কার্গিলের সেই যুদ্ধে পাহাড়ের উপরে বসে দুশমন গুলি চালালেও নিচ থেকে টানা লড়াইয়ে সেই পাকিস্তানি দুশমনদের খতম করায় সাবাসি দিলেন বীর সেনাদের। এই দিনে অটলবিহারী বাজপেয়িয়ের বলিষ্ঠ পদক্ষেপ মনে করলেন মোদী। স্মরণ করলেন গান্ধীজিকে।

PM Modi interacts with the Nation in Mann Ki Baat | 26th July 2020 | PMO
Share.
Leave A Reply

Exit mobile version