কলকাতা ব্যুরো: কলকাতা হাইকোর্টের সামনে বিক্ষোভের চেষ্টা সফল না হলেও ২৪ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভে সামিল স্কুলের চাকরিপ্রার্থীরা। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কালিন্দীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালো শরীরশিক্ষা চাকরি প্রার্থীরা। স্টেট লেভেল সিলেকশন টেস্টে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। এদিন বিক্ষোভ চলাকালীন চাকরিপ্রার্থীদের মধ্যে কয়েকজন বিষ খাওয়ারও চেষ্টা করেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। যদিও পুলিশ তাদের সময়মতো আটকে দেয়। পরে তাঁদেরকে আটক করে লেকটাউন থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে বুধবার উত্তীর্ণ এবং মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা লেক টাউন থানা এলাকার কালিন্দীতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যান। তখনই পুলিশের সঙ্গে তাঁদের বাকবিতন্ডা শুরু হয়ে যায়। শুরু হয় ধস্তাধস্তিও। শেষে বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে তোলে। তারপর তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয় লেকটাউন থানায়।

বিক্ষোভকারীদের দাবি, প্রিজন ভ্যানে তোলার সময়েই তারা বিষ খেয়েছিলেন। যদিও পুলিশ তা পুরোপুরি অস্বীকার করেছে। এরপর যাঁরা বিষ খাওয়ার চেষ্টা করেছেন বলে দাবি করা হচ্ছিল, তাদের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য জানা যায়, সেটি বিষ ছিল না। প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সেটি কাশির সিরাপ ছিল।

বিক্ষোভকারীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তাঁরা চাকরির দাবিতে আন্দোলন করছেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো তাঁদের চাকরি এখনও মেলেনি। তাই তাঁরা চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন।

Share.
Leave A Reply

Exit mobile version