কলকাতা ব্যুরো: দেশে পেট্রল-ডিজেলের দাম কমার কোনও লক্ষণই নেই। ফের দাম বাড়লো পেট্রল ও ডিজেলের। আরও মহার্ঘ্য হলো এই দুই জ্বালানি। টানা ছ’দিন ঊর্ধ্বমুখী পেট্রলের দাম। মাসের শুরুতে দাম বৃদ্ধি! ফলে গোটা মাসটা যে কেমন কাটবে তা নিয়ে আশঙ্কিত গাড়ি চালক ও মালিকেরা। তবে শুধু পেট্রল না, ডিজেলেরও দাম বৃদ্ধি হয়েছে সমানভাবে।

তবে শুধু পেট্রল, ডিজেলই নয় একইসঙ্গে সোমবার থেকে বাড়লো বাণিজ্যিক স্তরে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার বা এলপিজি’র দামও। এখন থেকে কমার্শিয়াল এলপিজি কিনতে পকেট থেকে ২৬৬ টাকা বাড়তি খরচ হবে।

দেখে নেওয়া যাক, দেশের ছোট ও বড় কোন শহরে বর্তমানে পেট্রল-ডিজেলের দাম


বেশ কয়েকদিন আগেই কলকাতায় পেট্রল-ডিজেলের দর সেঞ্চুরি হাঁকায়। বহুদিন আগে পেট্রল ১০০-এর গণ্ডি পার করলেও সদ্যই ডিজেলও সেঞ্চুরি হাঁকিয়েছে। কলকাতায় নভেম্বরের শুরুতে ৩৬ পয়সা দাম বাড়ল পেট্রলের। যার ফলে সোমবার কলকাতায় লিটার প্রতি পেট্রল বিক্রি হচ্ছে ১১০.১৫ টাকা দরে। পাশাপাশি ডিজেলের দামও বেড়েছে। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ১০১.৫৬ টাকা। যা কিনা আগের দিনের তুলনায় ০.৩৭ টাকা বেশি।


রাজধানী দিল্লিতেও দাম বৃদ্ধি হয়েছে পেট্রল-ডিজেলের। গত দিনের তুলনায় দিল্লিতে পেট্রলের দাম বৃদ্ধি হয়েছে ০.৩৫ টাকা। ফলে সোমবারে দিল্লিতে পেট্রল বিকোচ্ছে ১০৯.৬৯ টাকা দরে। দিল্লিতে ডিজেলের দাম রয়েছে ১০০-এর নিচে। সোমবার রাজধানীতে ডিজেলের দাম রয়েছে ৯৮.৪২ টাকা প্রতি লিটার।

বাণিজ্য-নগরী মুম্বইতেও বেশ খানিকটা দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। ০.৩৫ টাকা বেড়েছে পেট্রলের দাম। ফলে মুম্বইতে পেট্রলের দাম রয়েছে ১১৫.৫০ টাকা প্রতি লিটার। ডিজেলের দামও বেড়েছে মুম্বইতে। এদিন ০.৩৯ পয়সা দাম বেড়ে মুম্বইতে ডিজেলের দাম রয়েছে ১০৬.৬২ টাকা।

চেন্নাইতেও দামি হয়েছে পেট্রল। লিটার প্রতি ০.৩১ টাকা বেড়েছে পেট্রলের দাম। ফলে চেন্নাইতে পেট্রলের দাম রয়েছে ১০৬.৩৫ টাকা। অন্যদিকে চেন্নাইতে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ০.৩৪ টাকা। ফলে চেন্নাইতে ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ১০২.৫৯ টাকা।

অন্যদিকে, নভেম্বরের প্রথম দিন বাড়ল কমার্শিয়াল সিলিন্ডারের দামও। ২৬৬ টাকা বাড়তি দামে এখন থেকে কিনতে হবে এলপিজি। যার জেরে রাজধানী দিল্লিতে এই দাম বেড়ে দাঁড়াল ২০০০ টাকা ৫০ পয়সা।  তবে সাধারণ এলপিজি-র দাম অপরিবর্তিত।

 জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। বিশেষ করে মধ্যবিত্তের কার্যত নাভিশ্বাস উঠেছে। জ্বালানির দাম বৃদ্ধির ফলে অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিরও আশঙ্কা দেখা দিয়েছে। বাস-অটো ভাড়া বৃদ্ধির ফলে অনেকটা অতিরিক্ত টাকা খসছে সাধারণ মানুষের। এছাড়াও রান্নাঘরেও গ্যাসের দাম প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ।

Share.
Leave A Reply

Exit mobile version