কলকাতা ব্যুরো: শনিবারই তার বাড়িতে প্রমোটিং করতে চেয়ে তাকে রাস্তায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ করেছিলেন এক মহিলা। তার অভিযোগ, ওই বাড়িতে তিনি ছাড়াও থাকে আরও তিনটি পরিবার। তারা প্রমোটিং এ রাজি হলেও তিনি রাজি নন। সে কারণেই তার বাড়িতে অন্তত পনেরো জন মহিলাকে পাঠিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি তাকে বাড়ির বাইরে বের করে রাস্তার ওপরে বিবস্ত্র করে মারধর করা হয়। তার শ্বশুর মশাই বাধা দিলে তার ওপরেও চড়াও হয় তার তার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। জল ঢেলে নষ্ট করে দেওয়া হয় ব্যবসার সামগ্রীতেও। এই ঘটনায় স্থানীয় প্রমোটার প্রদীপ ঘোষের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
প্রমোটার প্রদীপ ঘোষ অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বরং তার পাল্টা অভিযোগ, ওই মহিলার সঙ্গে আসলে অন্য প্রমোটারের যোগাযোগ রয়েছে। সে কারণেই তিনি কারোর নামে ধর্ষণ, কারোর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে বাকিদের জেলে পাঠিয়ে নিজের কাজ হাসিল করতে চাইছেন।