কলকাতা ব্যুরো: শুভেন্দু অধিকারীর পর তাকে নিয়ে গত কিছুদিন ধরে চলা জল্পনার পর রবিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে হাজির হলেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মহাসচিব এর বাড়িতে প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে হাজির ছিলেন প্রশান্ত কিশোরও। তাকে নিয়ে জল্পনা এবং তিনি গত কিছুদিন ধরে রাজনৈতিক মঞ্চ থেকে নানান ভাবে নানা মন্তব্য করলেও, এদিন বৈঠক থেকে বেরিয়ে অবশ্য সে সম্পর্কে একেবারেই মুখ খোলেননি রাজীব বন্দ্যোপাধ্যায়।

এদিন বৈঠক শেষে তিনি বলেন, দলের মহাসচিব ডেকে পাঠানো য় তার সঙ্গে কথা বলতে এসেছিলাম। কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা হয়েছে। আগামী দিনে যদি আবার দরকার হয় আবার বৈঠকে আসবো। তার এ দিনের বক্তব্য তাকে নিয়ে চলা গোটা জল্পনা জিয়ে রাখল বলে মনে করছে রাজনৈতিক মহল। কেননা কা রো নাম না করলেও, গত কিছুদিন ধরেই বেশ কয়েকটি অরাজনৈতিক মঞ্চে তিনি যেভাবে কাজের জায়গায় যোগ্য লোকের সম্মান না’ পাওয়া নিয়ে মুখর হয়েছেন, তাতে রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলে তাকে কোণঠাসা করার অভিযোগ নিয়েই তিনি এই ক্ষোভ প্রকাশ করেছেন।

একই সঙ্গে যেভাবে শুভেন্দু অধিকারীর জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দাদার অনুগামী বলে প্রচার চলছে, সেভাবেই গত কয়েকদিন ধরে প্রচার চলছে রাজীব বন্দ্যোপাধ্যায় এর পক্ষে। ফলে এই বাজারে তাকে নিয়েও জল্পনা শুরু হয়। যদিও এই প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, কারা এই ধরনের প্রচার চালাচ্ছেন, তা আমার জানা নেই। আর এই ধরনের প্রচারে আমি বিশ্বাসী নই।

যদিও এদিন বৈঠকের পরেও স্পষ্ট হলো না বা জানা গেল না যে রাজীব বন্দ্যোপাধ্যায় এর ক্ষোভ প্রশমনে তৃণমূল আদৌ কোনো ব্যবস্থা নিতে পারল কি না।

Share.
Leave A Reply

Exit mobile version