কলকাতা ব্যুরো: শেষপর্যন্ত এসএসকেএমে ভর্তি হতে হলো মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। শনিবার ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। গাড়ি থেকে নামার পর পার্থকে হুইলচেয়ারে বসিয়ে ভিতরে এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা চলে দীর্ঘক্ষণ। তারপরই পার্থ চট্টোপাধ্যায়কে আইসিইউ ভর্তি করেন চিকিৎসকরা।

৬৯ বছর বয়সি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) এমনিতেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর উচ্চ রক্তচাপ, থাইরয়েড, ডায়াবেটিস ও হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। এদিন গ্রেফতারের পর পার্থকে আদালতে নিয়ে যায় ইডি। সেখানে বুকে ব্যথা অনুভব করেন পার্থ। শুরু হয় শ্বাসকষ্ট। তাঁর চিকিৎসার প্রয়োজন বলে আদালতকে জানান পার্থর আইনজীবীরা। তাঁরা পার্থকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন।

কিন্তু ইডি এর বিরোধিতা করে। তাদের দাবি ছিল, রাজ্যের যে কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে চিকিৎসা হোক প্রাক্তন শিক্ষামন্ত্রীর৷ কিন্তু আদালত ইডির আবেদন খারিজ করে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় ৷ সেইমতো আদালত চত্বর থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম ৷

এদিকে পার্থর আইনজীবীরা জানিয়েছেন তাঁর শারীরিক অসুস্থতা ক্রমেই বেড়ে চলেছে। বুকে ব্যথার পরিমাণও বেড়েছে। এরপরই পার্থকে রাজ্যের কোনও সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যাঙ্কশাল কোর্টে লিখিত আবেদন করেন পার্থর আইনজীবীরা। ইতিমধ্যেই তাদের দাবিতে সাড়া দিয়েছে আদালত। তদন্তকারী আধিকরকদের দ্রুত পার্থকে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এ মামলায় পরবর্তী শুনানি আছে আগামী ২৫ তারিখ। ফের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে পার্থর (Partha Chatterjee)। সেদিনও যে হাসপাতালে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভর্তি করা হবে তাদের কোর্টে পার্থর শারীরিক অবস্থার বিষয়ে একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়েছে আইসিইউতে ১৮ নম্বর বেডে। তৈরি হয়ে ৬ সদস্যের মেডিকেল টিম। বিশেষজ্ঞ দলে রয়েছেন কার্ডিওলজি, বক্ষ, অর্থোপেডিক, নেফ্রোলজি, মেডিসিন, এন্ডোক্রিনোলজির চিকিৎসকরা।

এদিকে ইডির হাত ধরে ২১ কোটি টাকা উদ্ধারের পর উত্তাল গোটা রাজ্যই।

Share.

1 Comment

  1. Pingback: Partha Chatterjee : SSKM-এ চিকিৎসাধীন পার্থ চট্টোপাধ্যায়, অসন্তুষ্ট ইডি! - Kolkata 361゚

Leave A Reply

Exit mobile version