কলকাতা ব্যুরো: শনিবার সন্ধ্যে হতেই পার্ক স্ট্রিটমুখী গোটা শহর ৷ আর এই ভিড় নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হলো কলকাতা পুলিশকে। পার্ক স্ট্রিটের গোটা রাস্তাই এদিন সন্ধ্যের পর থেকেই সাধারণ মানুষের দখলে চলে যায়। ফলে সন্ধে সাড়ে ছ’টা নাগাদ গাড়ি যাওয়ার জন্য খুলে দেওয়া হয় পার্ক স্ট্রিট ফ্লাইওভার।

সাড়ে চার হাজার পুলিশ ফোর্স নিয়ে ভিড় সামলাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। তবে সাধারণ মানুষের উন্মাদনার কাছে তা নিছকই সামান্য। আর সেই কারনেই ভিড় সামলাতে পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। বিকেল পাঁচটার পর থেকে পার্ক স্ট্রিটকে ওয়ান ওয়ে ওয়াকিং স্ট্রিট করে দেয় পুলিশ।

ক্রিসমাসের উৎসবে আলো ঝলমলে মাদার টেরিজা সরণি। শনিবার দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করেছিল পার্ক স্ট্রিটে। হাঁটা পথে পার্ক স্ট্রিট, অ্যালান পার্কে ঘুরে দেখার পাশাপাশি সেলফিতে মজেছেন উৎসাহীরা। যাতে কোনও অপ্রীতিকর অবস্থা এড়ানো যায় তার জেরেই জওহরলাল নেহেরু রোড থেকে মল্লিকবাজার পর্যন্ত রাস্তার একটি অংশে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রিট ধরে যারা পার্ক স্ট্রিটে এসে পড়বেন, তারা আর কোনওভাবেই পিছনের দিকে যেতে পারবেন না।

Share.
Leave A Reply

Exit mobile version