কলকাতা ব্যুরো – তখন ২ বলে বাঁকি ৫ রান। ব্যাট হাতে ১১৯ রানে দাঁড়িয়ে দলের অধিনায়ক সঞ্জু স্যামসন। অশ্বদ্বীপ সিং-এর বলে সজরে ব্যাট চালালেন। তীরের বেগে বল চলে গেল লং অফের দিকে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হারে। তিনি তড়িঘড়ি বল তুলে ছুঁড়ে দিলেন। কিন্তু না। তিনি রান নেননি। উল্টোদিকে দাঁড়িয়ে থাকা মরশুমের সবথেকে দামি প্লেয়ার ক্রিস মরিস কার্যত অবাক হয়ে গেলেন। অতএব শেষ বলে ৬ মারলে তবেই জয় আর ৪ মারতে পারলে ম্যাচ ড্র হবে। খেলার প্রথম থেকেই ২২২ রানের লক্ষ তাড়া করতে তিনি একাই মোটামুটি দায়িত্ব নিয়েছিলেন। তাই শেষ বলের চান্স টাও নিলেন। কিন্তু তাতে কুম্ভ রক্ষা হলনা। শেষ বলে পাঞ্জাবে দীপক হুডা অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাচটি নিয়ে জয় নিশ্চিত করে দিলেন পাঞ্জাবের।

সোমবার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমবারের মত অধিনায়কের দায়িত্বে থাকা সঞ্জু স্যামসন। ব্যাট করতে নেমেই রণংদেহী রূপ নেন অধিনায়ক কে এল রাহুল এবং ক্রিস গেইল। সবাই যেন প্যাভিলিয়ন থেকেই সেট হয়ে নেমেছে। রাহুলের বিধ্বংসী ৫০ বলে ৯১ রান, গেইলের ২৮ বলে ৪০ এবং দীপক হুডার ২৮ বলে ৬৪ রান, রাজস্থানের সামনের ২২২ রানের লক্ষ খাঁড়া করল।

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক স্যামসন যেন একাই ৬৩ বলে ১১৯ এর সাহায্যে ২১৭ পর্যন্ত নিয়ে গেলেন। বাকিরা কম বেশী রান করলেও কেউই বেশীক্ষন পিচে টিকতে পারেননি। তবে তরুণ ক্রিকেটার অশ্বদ্বীপ সিং ডেথ ওভারে তার অসাধারণ বোলিং-এর মাধ্যমেই জয়ের পথ দেখাল পাঞ্জাব কিংসকে। নির্ধারিত ৪ অভারে ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে ভরসাযোগ্য বলার মহম্মদ সামী ৪ ওভার মাত্র ৩৩ রান দিয়ে দুটো উইকেট নিয়ে বিপক্ষকে চাপে রাখেন। সব মিলিয়ে মরশুমের ৪র্থ খেলাই আইপিএল-এর রোমাঞ্চটা আবার বুঝিয়ে দিল। ম্যাচের সেরা স্যামসন

আজকের খেলা- কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, সময়- সন্ধ্যে ৭.৩০ স্থান- এম এ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই

Share.
Leave A Reply

Exit mobile version