মৈনাক শর্মা
করোনা কালে বেড়েছে শিশু শ্রমিকের সংখ্যা। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দেশ গুলিতে বেড়েছে শিশু শ্রমের অনুপাত। কিন্তু শিশু শ্রমের পাশাপাশি মাথা চাড়া দিচ্ছে খুদে সৈনিকদের সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের কনভেনশন অন রাইট অফ চাইল্ড সংস্থার সদ্য পেশ করা ট্রাফিকিং ইন পারসন রিপোর্টে বলছে, দুনিয়াতে বেড়েছে শিশু সৈনের সংখ্যা। সংযুক্ত রাষ্ট্রের বিধি নিষেধ থাকবার পড়েও গত বছরের এপ্রিল মাস থেকে ২০২১ সালের মার্চ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে শিশু সৈন্যের সংখ্যা।

ইউনাইটেড নেশন এর রিপোর্ট অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী বাচ্চাদের সরকারি সমর্থন প্রাপ্ত সেনাতে ব্যবহার করছে বেশ কিছু দেশ। পাকিস্তান ও তুর্কী শীর্ষ দেশ সহ ১৪ দেশের তালিকাও দুনিয়ার সামনে এনেছে মার্কিন সংস্থা। এছাড়া তালিকায় নাম রয়েছে আফগানিস্তান, মায়ানমার, কঙ্গো, ইরান, ইরাক, নিগীরিয়ার মত দেশ গুলির। মার্কিন রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে প্রায় ৭ হাজার শিশু সেনা ব্যাবহার করে এই দেশ গুলি। যা বিশ্ব জেনেভা সমঝোতার বিরোধী।

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মতে, সন্ত্রাসবাদ গতি বিধিতেও ব্যবহার হচ্ছে শিশু সেনা। অন্য দিকে সিরিয়ায় গৃহ যুদ্ধে শিশু সৈন্যেকে ব্যাবহার করে তুর্কি, এমনটাই রয়টার্সের প্রতিবেদনে দাবি করে ইউ এস স্টেট ডিপার্টমেন্ট। তবে এই তথ্য সামনে আসতেই মার্কিন রিপোর্টকে সমালোচনা করে পাকিস্তান ও তুর্কী। শিশুদের সেনা অভিযানে ব্যাবহারকে সমর্থন করে না, এমনিই দাবি এনে মার্কিন রিপোর্টকে বাস্তব ত্রুটি বলে দাবি করে পাক বিদেশ দপ্তর।

এর আগেও চিনের তরফে তিব্বতে স্থানীয় লোকজনদের সামরিক প্রশিক্ষন দেওয়ার তথ্য সামনে আসে। দিল্লির সেনার বিরূদ্ধে কাশ্মীরে পার টাইম টেরোরিস্ট ব্যবহারের তথ্য সামনে আসে পাক সরকারের বিরুদ্ধে। তবে মার্কিন তথ্যকে পাক তরফে খারিজ করলেও, যে ভাবে শিশুদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করছে পাকিস্থান, তাতে ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জর মুখে ফেলতে পারে প্রতিবেশী ভারতেকে।

Share.
Leave A Reply

Exit mobile version