কলকাতা ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এর নাম রয়েছে। তালিকা নাম রয়েছে সুন্দর পিচাই, সত্য নাদেলা থেকে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের। শিল্পী রশিদ খান রয়েছেন সেই তালিকায।
যদিও বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং তবলাবাদক পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় এই পুরস্কার প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন।
এবার পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে চারজনকে। সদ্য প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াত এবং রাজনৈতিক কল্যাণ সিং সেই তালিকায় রয়েছেন। পদ্মভূষণ পাচ্ছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য। পদ্মশ্রীর’ তালিকায় রয়েছেন বাংলার ছাড়াও লন্ডনের কিংস কলেজের বিখ্যাত বাঙালি চিকিৎসক প্রকার দাশগুপ্ত। যিনি লখনৌতে বেড়ে উঠলেও কলকাতা থেকে চিকিৎসক হিসেবে ডিগ্রী পেয়েছিলেন।
তবে এবার বাংলা থেকে তিনজন তাদের এই পদক প্রত্যাখ্যানের কথা ঘোষণা সন্দেহে কেন্দ্রীয় সরকারের কাছে বিরম্বনার। বুদ্ধদেব ভট্টাচার্য বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই পুরস্কারের ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি। তাই যদি আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়ে থাকে, আমি তা প্রত্যাখ্যান করছি। সন্ধ্যা মুখোপাধ্যায় মনে করছেন, ৯০ বছর বয়সে এসে তার মত শিল্পীকে পদ্মশ্রী দেওয়া আসলে অপমান করা। তিনি সেই অভিমানে পুরস্কার প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন। পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করছেন। এর আগে কংগ্রেস আমলে কেন্দ্রীয় সরকার জ্যোতি বসুকেও পদ্মবিভূষণ দেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।