কলকাতা ব্যুরো: শনিবার রাজ্যে চার পুরনিগমের ভোট চলছে। সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগরে বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে যথারীতি গায়ের জোরে ভোট করানোর অভিযোগ তুলেছে। তাদের আরও অভিযোগ, অনেক বুথেই প্রকৃত ভোটারদের পৌঁছতে দেওয়া হচ্ছে না। শাসকদল তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে বলছে, ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিন বেলা ১১টা পর্যন্ত সামগ্রিক ভোটের হার ২৯.২৫ শতাংশ। আসানসোলে ভোট পড়েছে ৩০.৪২ শতাংশ, বিধাননগরে ২৯.৮১ শতাংশ, শিলিগুড়িতে ২৮.০৭ শতাংশ এবং চন্দননগরে ২৫.৬৯ শতাংশ।

বিধাননগরে পুরসভার ১২ ওয়ার্ডের নোয়াপাড়া এফ পি স্কুলে সকাল থেকেই লম্বা লাইন পড়ে। কিন্তু মেলেনি কোনও পুলিসের। এমনটাই অভিযোগ সাধারণ ভোটারদের। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়। বহিরাগতদের ঠেকানো হচ্ছে বলে পুলিস দাবি করলেও অভিযোগ উঠছে, বেলেঘাটা কানেক্টর ও নিউটাউন দিয়ে প্রচুর বহিরাগত ঢুকেছে বিধাননগরে। অভিযোগ পেয়ে রাজ্য নির্বাচন কমিশন পুলিশ কমিশনার ও এডিজিকে(আইন-শৃঙ্খলা) দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেয়।

বিধাননগর পুরসভার ৩৩ ওয়ার্ডের একটি বুথে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে আইকার্ড চেক না করে ভোট করানোর অভিযোগ উঠেছে। বিষয়টি কমিশনের গোচরে আনা হয়। ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানার অভিযোগ, তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তের বহিরাগতদের এনে সন্ত্রাস চালাচ্ছে। তবে সব্যসাচী অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি সল্টলেকের ৩৯ নম্বর ওয়ার্ডে সকাল থেকেই বহিরাগতদের ভিড় চোখে পড়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version