কলকাতা ব্যুরো: আলু থেকে সব্জি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে বিধলেন রাজ্যের বিরোধীরা।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিধানসভায় বামেদের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, গত এক বছর, আরো স্পষ্টভাবে বললে বিগত ছয় মাসে লাগামছাড়া ভাবে দাম বেড়েছে সব জিনিসেরই। ভাবতে অবাক লাগে, সরকার কি করছে! এখানে যেন জিনিসের দাম বাড়ানোর ব্যবস্থা করে দিতে বসে আছে সরকার। অথচ মানুষের নাভিশ্বাস উঠছে।

শুধু তাই নয় এদিন সুজন বলেন, কেন্দ্র এবং রাজ্য করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে রেশনে যে পরিমান চাল, ডাল দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষ তা পাচ্ছে না। তাঁর প্রশ্ন, তবে সেগুলো যাচ্ছে কোথায়? এ এক বড় দুর্নীতি।

এদিন সাংবাদিক বৈঠকে সুজনের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

Share.
Leave A Reply

Exit mobile version