কলকাতা ব্যুরো- বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আগামিকাল, শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বামফ্রন্ট। সিপিএম নেতা এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এ কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, এ দিন পুলিশের মারে বাম-ছাত্র যুব সংগঠনের বহু সমর্থক আহত হয়েছেন। গুরুতর আহত হয়ে অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশের এই ভূমিকার প্রতিবাদেই রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে।

মৌলালিতে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। জলকামানের মুখে পিছু হটলেন অবরোধকারীরা। জমায়েত আপাতত জানবাজারের দিকে। ধর্মতলায় বাধা পেয়ে মৌলালিতে অবরোধ, বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের। লাঠিচার্জ করে বিক্ষোভ হঠাল পুলিশ। রণক্ষেত্র মৌলালি। অশান্তি শুরু হয়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের কাছেও। পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের ইট। ধুন্ধুমার পরিস্থিতি। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে গেল।

পুলিশের মারে আহত হন বহু বিক্ষোভকারী। কারও মাথা ফাটে, কারও হাতে পায়ে গুরুতর আঘাত লেগেছে। কাঁদানে গ্যাসের ঝাঁঝেও অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। কলকাতার বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্র ধর্মতলা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বামেদের। পুলিশের লাঠিচার্জ, জলকামান। পাল্টা ইটবৃষ্টি। বেশ কয়েকজন আহত। পুলিশ পাল্টা অভিযোগ করে, বিক্ষোভকারীদের তরফে ইট, লাঠি ছোড়া হয়। যার জেরে কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক সহ অনেক পুলিশকর্মীও আহত হয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version