কলকাতা ব্যুরো: একদিনের মধ্যেই রাজ্যের প্রথম ওমিক্রন আক্রান্ত শিশুর রিপোর্ট এলো নেগেটিভ। শুধু তাই নয়, রাজ্য পরিবার ও স্বাস্থ্য দফতরের সূত্রে জানানো হয়েছে শিশুর পরিবারের বাকিদের কোভিড-১৯ রিপোর্টও নেগেটিভ এসেছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানিয়েছেন, বর্তমানে শিশু সহ তাদের পরিবারের প্রত্যেকেই ভালো আছেন।
বুধবারই প্রথম বাংলায় খোঁজ মেলে ওমিক্রন আক্রান্তের। জানা যায় মুর্শিদাবাদের সাত বছরের এক শিশু আক্রান্ত এই নতুন কোভিড ভ্যারিয়েন্ট-এ। আবু ধাবি থেকে হায়দারাবাদ হয়ে মুর্শিদাবাদে পৌঁছয় সে। তাঁর বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রামে।
এদিকে রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলতেই আতঙ্ক ছড়ায়। স্বাস্থ্য দফতরের নির্দেশে তড়িঘড়ি আক্রান্ত শিশু ও তাঁর পরিবারকে চিহ্নিত করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করে মেডিকেল কর্তৃপক্ষ। পাশাপাশি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সংক্রামিত শিশু ও তার পরিবারের প্রত্যেকের দ্বিতীয়বার লালা সংগ্রহ করা হয়। সেই পরীক্ষারই রিপোর্ট আসে বৃহস্পতিবার দুপুরে।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তরফ থেকে জানানো হয় ওই শিশুর লালা রিপোর্ট নেগেটিভ। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের রিপোর্টও নেগেটিভ। এরপরই তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে পরিবারের লোকেদের দাবি, এর আগেও তারা মালদার একটি বেসরকারি ল্যাব থেকে করোনা টেস্ট করিয়েছিল। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছিল। স্বাস্থ্য দফতরের কর্তাদের সে বিষয়টি জানানোর পরেও তাঁদেরকে হয়রানির শিকার করা হয়েছে বলে দাবি করেন।