কলকাতা ব্যুরো: সেপ্টেম্বরের মধ্যেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে হবে রাজ্যগুলিকে। এমনই নির্দেশিকা জারি করেছিল ইউজিসি। যদিও কোভিড পরিস্থিতির কারণে রাজ্যগুলি তাদের মতো করে পরীক্ষার দিন পরিবর্তন করতে পারবে বলে জানিয়েছিলো আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগেই জানিয়েছিলো, এরাজ্যে সেপ্টেম্বরে কোনো পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষা হবে অক্টোবরে।

ইউজিসির কাছেও রাজ্য তা মঞ্জুরের আবেদন জানিয়েছিলো। রাজ্যের সেই আবেদন মেনে ইউজিসি জানিয়েছে, অক্টোবরের মধ্যে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করলেই চলবে।

Share.
Leave A Reply

Exit mobile version