সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

অক্টোবর মাসটা ইনভেস্টরদের জন্য ভালো গেলো না। বেশিরভাগ শেয়ারই ১০ থেকে ১৫ শতাংশ নিচে। তবে ব্যাঙ্কিং শেয়ার অনেকটাই বেড়েছে সারা মাস জুড়ে। পাশাপাশি রিয়েলটি, ফিনান্সিয়াল কোম্পানিগুলো বেড়েছে অনেকটাই। তবে মিডক্যাপ এবং স্মল ক্যাপ এ বিক্রির মাত্রা ছিল বিগত কয়েক মাসের তুলনায় অনেকটাই বেশি।আশা করা যায় আগামীকাল কিছুটা বাজার উপরে খুলবে । নিচে এলে অবশ্যই রিলায়েন্স ইন্ডাস্ট্রিস ক্রয় করুন।

দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কতটা বাড়লো বা কমলো তা একবার দেখে নিই :

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১১৬৭০.৮০-০.৫০৫৮.৮০১১৭৪৪.১৫১১৬০৬.৪৫
সেনসেক্স৩৯৭৪৯.৮৫-০.৪৩  –১৭২.৬১৪০০১০.৮৩৩৯৫২৪.২৫
ব্যাঙ্কনিফটি২৪০৯২.০০ – .৫৮১৪০.৫০
নিফটি আই টি.৩২%
নিফটি এনারজি.২৩%
নিফটি মিডিয়া(.৮৫%)

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 74.10 ( +0.22 ), GBPINR Rs. 96.09 ( -0.24 ), EURINR 86.75 (-0.38 ) , JPYINR Rs. 71 ( +0.0 ).

গতকাল সোনার দর ছিল ৫০৪৯৫ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৫০৩৩৪ (-০.৩২% ) টাকা । যা গতকালের তুলনায় ১৬১ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬০১৩৮ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬০২৭৬ ( ০.২৩% ) টাকা । যা গতকালের তুলনায় ১৩৮ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত ) ।
( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version