কলকাতা ব্যুরো: পুরভোটের ফলপ্রকাশের পরপরই তাৎপর্যপূর্ণ ঘটনা নদিয়ার পুলিশ প্রশাসনে। বুধবার রাতেই বদলি করা হলো নদিয়ার তাহেরপুর থানার অফিসার-ইনচার্জকে। তাঁকে সরিয়ে দেওয়া হলো পুলিশ লাইনে। তাঁর বদলে তাহেরপুর থানার নতুন ওসি হলেন ধানতলা থানার ওসি অমিয়তোষ রায়। আর ধানতলা থানার সেকেন্ড অফিসার রজনী বিশ্বাসকে সেই থানারই ওসির দায়িত্ব দেওয়া হল।

কিন্তু রাতারাতি কেন ওসি বদল, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে জেলার রাজনৈতিক মহলে। পুলিশ প্রশাসনের অবশ্য দাবি, বদলি যে হবে তা আগে থেকেই স্থির করা ছিল। ভোটের জন্য তা আটকে গিয়েছিল। পুরভোট মিটে যাওয়ায় সেই সিদ্ধান্ত কার্যকর করা হল।

প্রসঙ্গত, রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে একমাত্র লাল দুর্গ এই তাহেরপুর পুরসভা। এখানে সিপিএম নিজেদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। বুধবার পুরভোটের ফলাফল প্রকাশের পর দেখা যায়, নদিয়ার তাহেরপুর পুরসভার ১৩ টি ওয়ার্ডের মধ্যে আটটিই গিয়েছে সিপিএমের দখলে। ৫ টি ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূল। ফলে পুরবোর্ড গঠন করতে চলেছে সিপিএম। সবুজ ঝড়ের মাঝে একমাত্র এই পুরসভাই নিজেদের দখলে রাখতে পেরেছেন বামপন্থীরা।

তবে এই ফলাফল জানার পর রাতারাতিই বদলি করা হল তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে। তাঁকে পুলিশ লাইনে নতুন পোস্টিং দেওয়া হয়েছে বলে খবর। যা কার্যত ক্লোজ করারই শামিল বলে মত বিশেষজ্ঞ মহলের। কেন তড়িঘড়ি এই বদলি? এ নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে। যদিও প্রকাশ্যে কোনও রাজনৈতিক শিবিরের তরফে কোনও মন্তব্য করা হয়নি। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত জানিয়েছেন, চার বছর হয়ে গেল অভিজিৎ বিশ্বাস তাহেরপুর থানার ওসি পদে রয়েছেন। তাঁর বদলির সিদ্ধান্ত হয়েছিল আগেই। তবে পুরভোটের জন্য তা আটকে ছিল। এবার ভোট মিটতে তাঁকে বদলি করে দেওয়া হলো।

Share.
Leave A Reply

Exit mobile version