কলকাতা ব্যুরো; নুসরত বর্তমানে অন্তঃসত্ত্বা, নিজের মুখে নুসরত কিছু না জানালেও তাঁর বেবি বাম্পের ছবি বলে দিচ্ছে তাঁর প্রেগন্যান্সির খবর কোনও রটনা নয়। পেরিয়ে গিয়েছে প্রায় ৩ মাস কিন্তু এ আর নতুন খবর কি! বর্তমানে কিছু উৎসাহিত কাছে সবথেকে চৰ্চার বিষয় নুসরাতের বৈবাহিক জীবন। যদিও নুসরতের স্বামী নিখিল জৈন জানান এ সন্তানের পিতাও তিনি নন। বরং তিনিও এ খবর শুনে হতবাক হয়েছিলেন কারণ ২০২০ থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। নিখিলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই আগেই জানিয়েছেন নুসরত, এমনকি নিখিল জৈনের সঙ্গে নিজের বিয়েকেও অবৈধ ঘোষণা করেছেন নুসরত জাহান। সন্তানের পিতৃপরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তবে যশ দাশগুপ্তকে ডেট করছেন না এইবিষয় তিনি তা অস্বীকার করেননি। যদিও সকলের ধারণা এই সন্তান যশ এর সন্তান কিন্তু সন্তানের ব্যাপারে নুসরাত এবং যশ কেউ প্রকাশ্যে মুখ খোলেননি।
যেহেতু এখন সবকিছুই ভার্চুয়াললি হয়। তাই নুসরাত জাহানের ফেইসবুক, ইনস্টাগ্রাম মধ্যে একদল অতি উৎসাহী মানুষদের মন আটকে রয়েছে। তারা নিরন্তর গিলছেন, যশ, নিখিল আর নুসরাতের ওয়াল।
শুক্রবার রাতে ইনস্টায় একটি বিশেষ বার্তা শেয়ার করেন অভিনেত্রী। একটি ফুলের ছবি দিয়ে লেখা ছিল, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’। অন্য দিকে, যশ আবার নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন একটি মজার মিম।অর্থাৎ ধারণা করা হচ্ছে তার আর নুসরতের সম্পর্ক নিয়ে যাঁরা কটাক্ষ করছেন হয়তো তাঁদেরই ইনডা রেক্টলি জবাব দিয়েছেন অভিনেতা। সেখানে লেখা, ‘তুমি কারোর প্রাক্তনকে ডেট করছ, কেউ আবার তোমার প্রাক্তনকে ডেট করছে, তোমার প্রাক্তন আবার অন্য কারোর প্রাক্তনকে জীবনে পেয়েছে, আমরা সকলেই প্রাক্তন-পুরুষ।
অন্তঃসত্ত্বা নায়িকার বিয়ে বিতর্ক এখন টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর মাঝেই আনন্দ, আশা আর প্রেমের বীজ রোপন কর।’ আর নুসরতের এই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই ইনস্টাগ্রামে একটি পোস্ট লেখেন নিখিল। ওয়ার্ক আউট সেলফি পোস্ট করেন নিখিল আর ক্যাপশনে লিখে দেন- ‘বৃষ্টি ছাড়া কিছুই বৃদ্ধি পায় না, তাই ঝড়কেও আলিঙ্গন করো’। প্রেমের বীজ রোপনের সঙ্গে নিখিলের এই ক্যাপশনের একটা যোগসূত্র যে রয়েছে তা অস্বীকার করার জায়গা নেই। তবে কি এই পোস্টের মাধ্যমে নুসরতকে পালটা জবাব দিলেন নিখিল? একই দিনে এই পোস্ট দেখে অনেকের তেমনই ধারণা।
এছাড়াও দু-দিন আগেও সোশ্যাল মিডিয়ায় নুসরত-নিখিলের পোস্ট দৃষ্টি আকর্ষণ করেছিল সকলের। নুসরত ইনস্টাগ্রাম স্টোরিতে ‘শক্তিশালী নারী’র কথা লিখেছিলেন, অন্যদিকে নিখিলও ওয়ার্ক আউটের ভিডিয়ো পোস্ট করে লিখেছিলেন- ‘সাহসী হলেই ক্ষমতাবান বা শক্তিশালী হওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় এক নাগাড়ে সাহস, শক্তি, ক্ষমতা-র কথা বলে চলেছেন দুজনেই। নিখিল বারবার তাঁর পোস্টে কর্মফলের কথা বলেন, স্পষ্টত বুঝিয়ে দিতে চান নুসরত তাঁর জীবনের ‘ক্লোজড চ্যাপ্টার’।
বর্তমানে সবথেকে চৰ্চার বিষয় হল নুসরাতের বৈবাহিক জীবন। যদিও নুসরতের স্বামী নিখিল জৈন জানান এ সন্তানের পিতাও তিনি নন।বরং তিনিও এ খবর শুনে হতবাক হয়েছিলেন কারণ ২০২০ থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। নিখিলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই আগেই জানিয়েছেন নুসরত, এমনকি নিখিল জৈনের সঙ্গে নিজের বিয়েকেও অবৈধ ঘোষণা করেছেন নুসরত জাহান। সন্তানের পিতৃপরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তবে যশ দাশগুপ্তকে ডেট করছেন না এইবিষয় তিনি তা অস্বীকার করেননি। যদিও সকলের ধারণা এই সন্তান যশ এর সন্তান কিন্তু সন্তানের ব্যাপারে নুসরাত এবং যশ কেউ প্রকাশ্যে মুখ খোলেননি।
নিখিল এই অধ্যায়কে একেবারে মুছে ফেলতে আইনের পথেও হেঁটেছেন তিনি। আগামী মাসেই আলিপুর আদালতে নুসরতের বিরুদ্ধে দায়ের করা নিখিলের দেওয়ানি মামলার শুনানির দিন ধার্য রয়েছে। গত সপ্তাহেই নুসরতের বালিগঞ্জের ফ্ল্যাটে ঘরোয়া আড্ডায় পাওয়া গিয়েছে নুসরত, যশ দাশুগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তীকে। হাজির ছিলেন পরিচালক বিরসা দাশগুপ্তও। এর মাঝেই খবর নতুন ছবির জন্য নাকি বাড়িতেই সম্প্রতি মিটিং একসঙ্গে দেখা যাবে ‘যশরত’ জুটিকে। তবে শোনা যাচ্ছে ডিসেম্বর নাগাদই নাকি ফের অনস্ক্রিন রোম্যান্সে দেখা যেতে পারে যশ-নুসরত।