কলকাতা ব্যুরো: দীর্ঘ অপেক্ষার পর গত বৃহস্পতিবার ফুটফুটে ছেলের মা হয়েছেন নুসরত জাহান। সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তানের মা হয়েছিলেন নুসরত, তাই গত কয়েকটা দিন সদ্যজাতকে নিয়ে হাসপাতালেই না দিলেন নুসরত। সোমবার নুসরত ও তাঁর সদ্যজাতকে আনতে পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে পৌঁছেছিলেন যশ দাশগুপ্ত। সঙ্গীর হাত ধরেই ছেলেকে নিয়ে বাড়ির পথে রওনা দেন নুসরত। যশের সাদা রঙা এসইউভি-র সামনের সিটে বসতে দেখা গেল নুসরতকে। নিজে ড্রাইভ করে সঙ্গী নুসরত ও তাঁর সন্তানকে বাড়ি ফিরিয়ে আনলেন যশ দাশগুপ্ত।
প্রথমে শোনা গিয়েছিল রবিবারই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন নুসরত, তবে নায়িকার চিকিৎসক রাজীব আগারওয়াল জানান নতুন মা সন্তানকে লালন-পালনের নির্দিষ্ট কিছু খুঁটিনাটি আরও ভালোভাবে জেনে নিতে চাইছিলেন সেই কারণেই নুসরত নিজে আরও কিছুটা সময় থাকতে চেয়েছিলেন হাসপাতালে। এদিন নুসরতের সন্তানের বেশ কিছু পরীক্ষা করা হয়, সমস্ত রিপোর্ট স্বাভাবিক এসেছে। মা ও সন্তান এক্কেবারে সুস্থ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, এরপরই সোমবার দুপুরে বাড়ি ফিরলেন নুসরত জাহান।
জন্মের সময় ঈশানের ওজন ছিল প্রায় ২.৯ কিলোগ্রাম। বুধবার রাতে বালিগঞ্জের বাড়ি থেকে বান্ধবীকে নিজে ড্রাইভ করে পার্ক স্ট্রিটের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন যশ। তারপর থেকে টানা আড়াই দিন নুসরতের পাশেই ছিলেন যশ। যশ ও নিজের নামের সঙ্গে মিলিয়ে, নুসরত ছেলের নাম রেখেছেন ইশান। যদিও হাসপাতালের কাগজে ছেলের পরিচয় হিসেবে নিজের নামই উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ। নিজের পরিচয়েই তিনি ছেলেকে বড় করবেন, না পরবর্তীতে আবারও কারও সঙ্গে ঘর বাঁধবেন তা সময় বলবে।