কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে সংক্রমণ খুব না বাড়লেও পরিসংখ্যানটা খুব স্বস্তিদায়ক নয়। অন্যদিকে, মৃত্যু আবার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। জলপাইগুড়ির ২, আলিপুরদুয়ারের ২ ও দার্জিলিং জেলার ৪ জন।আলিপুরদুয়ারের মৃতের তালিকায় তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতিও আছেন।

সংক্রমণ গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি জলপাইগুড়িতে, ১০৪ জন.। তার পরের স্থান কোচবিহার ৯৩। এছাড়া মালদহে ৭৩, আলিপুরদুয়ারে ৬৫, দক্ষিণ দিনাজপুরে ৪২ ও দার্জিলিং জেলায় ৩০ জন। করোনা আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

Share.
Leave A Reply

Exit mobile version