কলকাতা ব্যুরো : হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের অসামান্য কৃতিত্বের জন্য নোবেল পাচ্ছেন আমেরিকান হার্ভে জে আল্টার, চার্লস রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। সোমবার চিকিৎসাবিজ্ঞানে এই অসামান্য কাজের জন্য তিন গবেষক কে নোবেল দেওয়ার কথা ঘোষণা করে জুরিরা।

প্রসঙ্গত উল্লেখযোগ্য হেপাটাইটিস এ দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়ায় আর হেপাটাইটিস বি’ ও সি’ ছড়ায় রক্তের মাধ্যমে হেপাটাইটিস এ’ এবং হেপাটাইটিস বি ভাইরাস এর অস্তিত্ব আগেই জানা গিয়েছিল। কিন্তু রক্তবাহিত হেপাটাইটিস এর ফলে সিরোসিস ও পাকস্থলীর ক্যান্সারের বহু মানুষ মারা যান। জানা গেছে প্রতিবছর সাত কোটি মানুষ হেপাটাইটিস বি-তে আক্রান্ত হন প্রায় ৪ লাখ মানুষ মারা যান। এতদিন রক্তবাহিত হেপাটাইটিস আক্রান্তের ক্ষেত্রে প্রকৃত কারণ নির্ণয় করা যেত না। সেই রহস্যের সমাধান হলো। ক্রনিক হেপাটাইটিস অর্থাৎ হেপাটাইটিস সি ভাইরাসের অস্তিত্বের খোঁজে আমেরিকান এবং ব্রিটিশ বিজ্ঞানের গবেষণায় এদিন নোবেল কর্তৃপক্ষ জানায় হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য দুই হাজার কুড়ি সালে চিকিৎসা বিজ্ঞানে এই তিনজন বিজ্ঞানী একসঙ্গে নোবেল পাচ্ছেন

Share.
Leave A Reply

Exit mobile version