কলকাতা ব্যুরো: চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্শিতে তিনি আদপেই বসবেন কিনা, সেই জল্পনা জিইয়ে থাকলো শুক্রবার দুপুরেও। আজ সন্ধ্যায় এনডিএ ভুক্ত দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পর এই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবার বিহার নির্বাচনে রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে রয়েছে জেডিইউ। বিজেপি তার ক্ষমতা বাড়িয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে ৭৪ আসন নিয়ে দ্বিতীয় হয়েছে। এই অবস্থায় জোট সঙ্গী হলেও নিতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করার ব্যাপারে এখনো পর্যন্ত অমত নেই বিজেপির। কিন্তু প্রশ্ন, মুখ্যমন্ত্রী হবেন কিনা নিতিশ কুমার।
এদিন পাটনায় তিনি বলেছেন, যেভাবে তার উপরে ভরসা রেখেছেন প্রধানমন্ত্রী, তাতে তিনি খুশি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন সে ব্যাপারে তিনি সরাসরি কিছু বলেন নি। এন ডি এ বৈঠকেই বিষয়টির ফয়সালা হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। আর এতেই জল্পনা বেড়েছে। কেননা বিহারে এবার প্রমাণিত হয়ে গিয়েছে নীতীশ কুমারের প্রতি মানুষের ভরসা কমেছে।
উল্টোদিকে বিজেপি নিজের শক্তিতে সেখানে ক্ষমতা বাড়িয়ে নিয়েছে। তাই জোটের দুর্বল সদস্য হিসেবে সেই দল থেকে মুখ্যমন্ত্রী হলে তাতে পরবর্তীতে বিড়ম্বনা বাড়বে কিনা সেই আলোচনা চলছে। যদিও বিহারের রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন, যেহেতু ক্ষমতায় দুর্বল হয়ে পড়েছেন, তাই এখন আর নিজে মুখে মুখ্যমন্ত্রী পদ নেওয়ার বিষয়টি বলছেন না নিতিশ কুমার। বিজেপির তরফ সে তাকে প্রস্তাব দেওয়া হলে তিনি তখন তা ফেরাবেন না।