কলকাতা ব্যুরো: মাসখানেক আগেই তিনি মাথার সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তখনই রটে যায় তার করোনা হয়েছে। কিন্তু বাস্তবে শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজির করোনা ধরা পড়েছে শনিবার। তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে তাকে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নির্মল মাজির কোমর্বিটি সমস্যা রয়েছে। তাই তার করোনা চিকিৎসা নিয়ে কোনোরকম হালকা দিতে নারাজ তারা।

তার হালকা জ্বর এবং কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। তাতেই নির্মল মাজিকে নিয়ে বাড়তি টেনশন এখন চিকিৎসকদের। এর আগে রাজ্য মন্ত্রিসভার একাধিক মন্ত্রী ও বিধায়ক করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরে তারা সুস্থ হন।

Share.
Leave A Reply

Exit mobile version