কলকাতা ব্যুরো : আজ বিকেলের মধ্যে ঘূর্ণিঝড় নিভর আছড়ে পড়তে চলেছে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে। এমনই পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তার মৃত্যুঞ্জয় মহাপাত্র।
চূড়ান্ত সতর্কবার্তা জারি হয়েছে তামিলনাড়ুতে। বুধবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এনডিআরএফ এর প্রায় বারো শো সদস্যকে তৈরি রাখা হয়েছে। ৮০০ জন স্ট্যান্ডবাই আছে। আবহাওয়াবিদদের অনুমান শক্তিশালী ঘূর্ণিঝড় আরো শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোন এর মত ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যখন তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে এই ঝড় আঘাত হানবে তখন হাওয়ার গতিবেগ ১২৬ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। এটি ১৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়াতে পারে।
ঘূর্ণিঝড়ে তামিলনাড়ু উপকূল ও উত্তর অংশের ভিতরের দিকে এলাকাগুলিতে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চাষের বিপুল ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।