কলকাতা ব্যুরো: বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। এই অবস্থায় আগাম সতর্কতা নিতে ফের নাইট কার্ফু চালু করছে উত্তরপ্রদেশ সরকার। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু ৷ বড়দিন অর্থাৎ শনিবার থেকেই এই বিধি চালু হচ্ছে ৷ কড়াকড়ি করা হয়েছে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের জমায়েত নিয়ে। তবে বাংলায় তার কোনও বালাই নেই। উল্টে শনিবারই বড়দিন। শুক্রবার সন্ধ্যে থেকেই শহর কলকাতা  তথা বাংলায় শুরু ফেস্টিভ মুড। ইতিমধ্যেই সেজে উঠেছে শহর কলকাতার পার্ক স্ট্রিট সহ একাধিক চত্বর। বড়দিনের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত রাজ্যবাসী। তবে নতুন বছরে সাধারণ মানুষকে পথে নামাতে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকারও। কোভিড বিধি মেনে, মাস্ক পড়ে উৎসবে সামিল হওয়ার আর্জি জানানো হচ্ছে। শিয়রে ওমিক্রন আতঙ্ক। রাজ্যেও থাবা বসিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। দুর্গা পুজো হোক বা কালী পুজো সাধারণ মানুষের প্রতি রাজ্যের খামখেয়ালিপনার নিদ্রশ্ন আগেই দেখা গিয়েছিল। যার ফল ভুগতে হয়েছে রাজ্যবাসীকেই। এবারও সেই উৎসবকে হাতিয়ার করেই আবারও গান পয়েন্টে সাধারণ মানুষ।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন হয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নাইট কার্ফুর পাশাপাশি নির্দেশ দিয়েছেন যে, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে ২০০ জনের বেশি মানুষের জমায়েত করা যাবে না ৷ তবে সেখানে যাবতীয় কোভিড প্রোটোকল মেনে চলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি দোকানমালিক ও ব্যবসায়ীদের ‘নো মাস্ক, নো গুডস’ নীতি নিতে বলা হয়েছে ৷

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশই দ্বিতীয় রাজ্য যেখানে আবারও জারি হল নাইট কার্ফু। বৃহস্পতিবারই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান ঘোষণা করেন যে, অবিলম্বে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হবে। যদিও সে রাজ্যে এখনও ওমিক্রনের সংক্রমণ ছড়ায়নি।

এলাহাবাদ হাইকোর্ট উদ্ভুত পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ২ মাস পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে। এই নির্দেশের ঠিক পরেই কোভিড নিয়ে কড়াকড়ির সিদ্ধান্ত নিল যোগী প্রশাসন।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশে নতুন করে ৩১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। সে রাজ্যে এখনও পর্যন্ত দু’জন রোগীর শরীরে মিলেছে ওমিক্রন। দু’জনেই সুস্থ হয়ে উঠেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version