শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যোগাযোগ
মৈনাক শর্মা
8759689108 ( Call and WhatsApp)

রাশিয়া ইউক্রেন সংঘাতে নাটোর (#NATO) হস্তক্ষেপের কারণে আজ বেশ উপরেই ছিলো বাজার। এত দিনের ধ্বসের পর , ২৫ ফেব্রুয়ারি নিফটি ফিফটি আগের দিনের ক্ষতির প্রায় অর্ধ শতাংশ পুনরুদ্ধারের সাথে বেশ দ্রুত বাউন্স করে। মার্চ মাসে শুরুর আগে নিফটি-র চার্টে ঊর্ধ্বমখী সংকেত পাওয়া গেলেও এখনো বাজারের দুই সূচকে বিনিয়োগ করবার আগে আরও স্থিতিশীলতার জন্য অপেক্ষা করাই ভালো, কারণ Nifty এখনও তার ২০০ দিনের exponential moving average এর নিচেই রয়েছে।

ইন্ডিয়া ভিক্স, যা ভয়ের সূচক নামে পরিচিত এবং বাজারে প্রত্যাশিত অস্থিরতা পরিমাপ করে, শুক্রবার তা 16.4 শতাংশ কমে 26.74-এ নেমে এসেছে। আজ ৩০০ পয়েন্ট উপড় যায় Sgx Nifty । নিফটি মিডক্যাপ ১০০ ও স্মল ক্যাপে ১০০ যথাক্রমে ৪.২ শতাংশ ও ৪.৮ শতাংশ উপড় ওঠে। অর্থাৎ আবারও ছন্দে ফিরছে নিফটি ও sensex।

পরের সপ্তাহে কোনদিকে যেতে পারে সূচক ?

অনেক উপর দিয়েই দিনের শুরু করে নিফটি ( ১৬৫১৬) । তার পর সারা সেশন ১৬৭৪৯ থেকে ১৬৪৭৮ এর মধ্যে ই উচ্চতর ছিল বাজারের সূচক। পরের সপ্তাহে শুরুর দিকে NIFTY যদি ১৬৪৭৮ এর ঘর ধরে রাখতে সক্ষম হয় তবে ১৬৮০০ র দিকে এগোতে পারে নিফটি। অন্যদিকে যোদি ১৬৪৭৮ এর জোনে ধরে রাখতে না পারলে সেক্ষেত্রে নামতে পারে ১৬২০০ র ঘরে।

তাই আপাতত বুলিশ ভাবাপন্ন থাকলেও ফিউচার অপশনের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে পরের দিন গুলোতে। তবে এই ধ্বসে লম্বা বিনিয়োগের জন্য নজরে থাকবে Happyest Mind , ব্যাঙ্কিং দৈত্য এস বি আই , রেলাইন্স ডি মার্ট , cipla Dr raddy র মতোন মৌলিক ভাবে মজবুত কোম্পানির স্টক গুলী।

Share.
Leave A Reply

Exit mobile version