কলকাতা ব্যুরো: ঝাড়খন্ডের ৫ পুলিশ খুনের ঘটনায় মঙ্গলবার ৭ জন মাওবাদীর বিরুদ্ধে চার্জশিট পেশ করলো এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)। ২০১৯ সালে ঝাড়খন্ডের সারাইকেলা খারসওয়ান জেলায় পুলিশ হত্যার ঘটনায় এই মাওবাদী দলের নাম উঠে আসে। এনআইএ-এর মুখপাত্র জানিয়েছেন, এজেন্সি রাঁচির স্পেশ্যাল এনআইএ আদালতে তৃতীয় চার্জশিট জমা করেছে। সেই শিটেই নাম রয়েছে বাংলা ও ঝাড়খন্ডের সোমা সরদার, অতুল মাহাতো, রামপ্রসাদ মার্ডি, প্রভাত মুন্ডা, গুলশন সিং মুন্ডা, রবি এবং ডাঃ আলিয়াস প্রদীপ মণ্ডল সহ মোট ৭ জন মাওবাদীর। তদন্তে উঠে এসেছে ঘটনার মাস্টারমাইন্ড ছিল সোমা। পুলিশের উপর হামলা, হত্যা, অস্ত্র লুঠ সবকিছুই তার নেতৃত্বে হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে ১৪ জুন সারাইকেলা খারসওয়ান জেলার কুকরু হাটে পুলিশের দলের উপর আক্রমণ চালায় এই মাওবাদী দল। পুলিশের থেকে বন্দুক ও গোলাবারুদ লুঠ করে নেয় তারা। দুর্ঘটনায় ৫ জন পুলিশ প্রাণ হারান। আর ঠিক তার পরদিন অর্থাৎ ২০১৯ সালের ১৫ জুন পুলিশ মাওবাদী দলটিকে গ্রেফতার করে এবং অভিযুক্ত ১১ জনের নামে দুটি চার্জশিট পেশ করে।

এরপর প্রায় বেশ কয়েকমাস কেটে গেলেও জল বেশিদূর গড়ায় নি। দীর্ঘ ১০ মাস পর তদন্তভার হাতে যায় এনআইএ-এর। ২০২০ সালের ৯ ডিসেম্বর থেকে বিষয়টির তদন্ত শুরু হয়। এর ৩ মাস পর ২০২১ সালের ১৫ এপ্রিল মাওবাদী দলের সিনিয়র কম্যান্ডার সহ মোট ১৮ জনকে দোষী সাব্যস্ত করে প্রথম চার্জশিট পেশ করে।

Share.
Leave A Reply

Exit mobile version