কলকাতা ব্যুরো: সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন দেশের ৯ জন বিচারপতি। যাঁদের মধ্যে ৩ জন মহিলা বিচারপতি ৷ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এন ভি রামানা তাঁদের শপথবাক্য পাঠ করালেন ৷ দেশের সর্বোচ্চ আদালতের ইতিহাসে এই প্রথমবার একটি অনুষ্ঠানে একসঙ্গে ৯ জন বিচারপতি শপথ গ্রহণ করলেন ৷ রাষ্ট্রপতি গত ২৬ আগস্ট এই ৯ জন বিচারপতির নিয়োগে চূড়ান্ত সম্মতি দেন ৷

প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতির কোর্টরুমে “ওয়াথ অফ অফিস”-এর শপথবাক্য পাঠ করাই চিরাচরিত রীতি ৷ কিন্তু কোভিড-১৯ এর বিধিনিষেধের জন্য এই প্রথম অডিটোরিয়াম হলে শপথবাক্য পাঠ অনুষ্ঠান হবে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল সুপ্রিম কোর্টের জনসংযোগ অফিস ৷ দেশের সর্বোচ্চ বিচারালয়ে ৩৪ জন বিচারপতির অনুমোদনের কথা ছিল ৷ মঙ্গলবার এই ৯ জন বিচারপতির নিয়োগের ফলে দেশের প্রধান বিচারপতি-সহ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হল ৩৩ ৷ খালি রইলো আরও একটি পদ ৷

এক নজরে দেখে নিন ৯ জন বিচারপতির নাম-

বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন

বিচারপতি বিক্রম নাথ, গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন

বিচারপতি জিতেন্দ্র কুমার মাহেশ্বরী, সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন

বিচারপতি হিমা কোহলি, তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন

বিচারপতি বি ভি নাগরত্না, কর্নাটক হাইকোর্টের বিচারপতি ছিলেন

বিচারপতি সি টি রবিকুমার, কেরালা হাইকোর্টের বিচারপতি ছিলেন

বিচারপতি এম এম সুন্দরেশ, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ছিলেন

বিচারপতি বেলা এম ত্রিবেদী, গুজরাত হাইকোর্টের বিচারপতি ছিলেন

বিচারপতি পি এস নরসিমহা, প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং সিনিয়র অ্যাডভোকেট ছিলেন

২০২৭ সালে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের ক্ষেত্রে এই ৯ জনের মধ্যে বিচারপতি নাগরত্নার নাম রয়েছে লাইনে ৷ এটা বাস্তবায়িত হলে ভারত প্রথম মহিলা প্রধান বিচারপতি পাবে ৷ তিনি দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ই এস ভেঙ্কটারামাইয়ার মেয়ে ৷

Share.
Leave A Reply

Exit mobile version