মৈনাক শর্মা

পাকিস্থান, বাংলাদেশি মেয়েদের বিয়েতে মানা। এমনই বৈবাহিক নিয়ম দেশে লাগুর লক্ষ্যে সৌদি আরব। সম্প্রতি জারি করা আইন অনুযায়ী, চার দেশের মেয়েদের বিয়েতে নিষেধ রয়েছে সৌদিতে।এই দুই দেশে ছাড়াও রয়েছে মায়ানমার ও আফ্রিকা মহাদেশের দেশ চন্দ। তবে মোট চার দেশের মেয়েদের মধ্যে বিশেষ ভাবে নিষোধাজ্ঞা জারি করা হয় পাকিস্থানি মেয়েদের জন্য। সৌদি আরবে মোট জনসংখ্যা ৩ কোটির উপর। সূত্রের খবর অনুসারে, সৌদির মোট জনসংখ্যার প্রায় ৫ লক্ষ ওই চার দেশের মহিলা বিবাহ সম্পর্কে রয়েছেন আরবে। যার মধ্যে বেশী সংখ্যক রয়েছে পাকিস্থানের।

নতুন নিয়ম অনুযায়ী, দ্বিতীয় বারের বিবাহের ক্ষেত্রে প্রথম পক্ষের স্ত্রীর অসুস্থতার কারণ থাকতে হবে বা প্রথম পক্ষের স্ত্রীর প্রসব সমস্যা থাকতে হবে। তবেই করা যাবে ওই চার দেশের মেয়েদের বিয়ে ।

তবে সৌদি আরবের এই সিদ্ধান্তে কোনো ভূ রাজনীতি নেই। সৌদি আরবের পুরুষদের মধ্যে বিদেশি বিবাহে নিরুৎসাহিত করার জন্যই এই পদক্ষেপ, জানায় সৌদি মক্কা পুলিশ ডিরেক্টর মেজর আসাফ আল খুরশি। কারণ বহু বিবাহের প্রথা বৈধ আরবে, যার জেরে সৌদি পুরুষেরা দ্বিতীয় বিবাহের জন্য পাত্রী চায় পাকিস্থান ও বাংলাদেশ থেকে। যার ফলে বৈষম্যর শিকার হচ্ছে আরবের মহিলারা , ক্ষতি হচ্ছে আরবের পরিবার সংস্কৃতির, মত সৌদি সরকারের।

Share.
Leave A Reply

Exit mobile version