কলকাতা ব্যুরো : দিল্লী থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে বিমানের মধ্যেই একটি পুত্র সন্তান প্রসব করেন এক মহিলা। সংবাদ সংস্থা পি টি আই আজ এই খবর জানিয়েছে। ইন্ডিগো 6E 122 বিমানে এই অদ্ভুত ঘটনাটি ঘটে। ইন্ডিগো কতৃপক্ষ ঘটনাটি স্বীকার করে নিয়েছে। পি টি এই সূত্রে জানা গেছে বিমানটি সন্ধে ৭:৩০ এ বেঙ্গালুরু পৌঁছায়।