কলকাতা ব্যুরো: শুক্রবার আসানসোলের মানুষের বহু প্রত্যাশিত  আর্ট গ্যালারীর উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আসনসোল পুরনিগমের প্রশাসক জিতেন্দ্র তেওয়ারী । বিজয় পাল সরণীতে  এগার জন স্থানীয় চিত্র শিল্পীর ছবির প্রদর্শনী মধ্য দিয়ে উদ্বোধন হলো বিদ্যাসাগর আর্ট গ্যালারীর। উদ্বোধন করে জিতেন্দ্র তেওয়ারী বলেন, অনেক দিনের চাহিদা মেনে শেষ পর্যন্ত  আসানসোলবাসী  বিদ্যাসাগর আর্ট গ্যালারী উপহার পেলেন। এই আর্ট গ্যালারীতে স্থানীয়  শিল্পীদের বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শনী আমাদের শিল্পাঞ্চলকে সম্বৃদ্ধ করবে । প্রদর্শনীতে  স্থানীয় চিত্র শিল্পীদের একত্রিশটি ছবি প্রদর্শিত হচ্ছে।  প্রদর্শনী চলবে ১৬ নভেম্বর পর্য্যন্ত ।

Share.
Leave A Reply

Exit mobile version