কলকাতা ব্যুরো: ধুমধাম করে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালনের উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামী বছর ১২৫ তম জন্মদিনে নেতাজীকে নিয়ে একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে তৃণমূল সরকার সেই জন্য এখন থেকেই বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। এক বছর ব্যাপী এই জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান হবে। সুগত বসু, অমিত মিত্র, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এর মত মানুষদের নিয়ে কমিটি করা হয়েছে রাজ্যের তরফে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এ ব্যাপারে কেন্দ্রকে খোঁচা দেন। তিনি বলেন, নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচন করবে এবং যাবতীয় গোপন নথি প্রকাশ্যে আনবে বলে ক্ষমতায় আসার আগেই জানিয়েছিল বিজেপি। কিন্তু এখনো তার কিছুই করেনি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর তার বক্তব্য, এ ব্যাপারে আমাদের দিক থেকে কেন্দ্রকে জানানো হয়েছে। এমনকি আগামী বছর নেতাজির জন্মদিন জাতীয় ছুটি ঘোষণার দাবি করে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে।
নেতাজির জন্মদিন নিয়ে রাজ্যের আগাম নেমে পড়া বিজেপি সরকারের পক্ষে কিছুটা বিড়ম্বনা হল কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ নরেন্দ্র মোদির সরকার নেতাজি সুভাষ বোস সম্পর্কে ক্ষমতায় আসার আগে থেকেই অনেক আশার বাণী শুনিয়েছিল। এমনকি ক্ষমতায় আসার পরেও নেতাজি সুভাষকে যে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তা বোঝানোর চেষ্টা করেছিল।
আগামী বিধানসভা ভোটের আগে নেতাজির ১২৫ তম জন্মদিন পালনে রাজ্য আগাম পরিকল্পনা তৈরি করে ফেলায় এবার কেন্দ্র কি পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে বিজেপির এ রাজ্যের বহু কর্মী -নেতা।