কলকাতা ব্যুরো: নেতাজিকে সামনে রেখে সারা দিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কলকাতা চসলেন। মমতা যখন শ্যামবাজারে, মোদি তখন নেতাজি ভবন। শেষ পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মঞ্চে এসে নেতাজি দু’পক্ষকে মেলালেন। কিন্তু দূরত্ব ঘোচাতে পারলেন না। দুজনে দুজনের মতো দূরত্ব বজায় রেখেই বসলেন।
তার মধ্যে আবার মমতার বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে দর্শকের সামনে থেকে জয় শ্রীরাম ধ্বনি ওঠায়, বয়কট করলেন বক্তৃতা। মঞ্চে তখন দেশের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মিডিয়া গোটা ঘটনা কভার করছে। তাতে কি? মমতা তার মতোই সৌজন্যের ধার ধরার থেকেও রাজনৈতিক ভাবে জবাব দেওয়া তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ফলে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সামনেই জানিয়ে দিলেন তিনি বক্তৃতা না দিয়েই এই ঘটনার প্রতিবাদ করছেন।
আবার কেন্দ্রীয় সরকারের পরিচালনায় এমন অনুষ্ঠানে যে দর্শকরা আসেন, তারা কিভাবে এমন সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি দেন, সে নিয়ও প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিজেপি যে ভোট বাজারে ন্যূনতম সৌজন্যবোধ, ভদ্রতা দেখানোর পরোয়া করেনা, এ ঘটনা থেকেই তা স্পষ্ট। ফলে শনিবার সারাদিন কলকাতা নেতাজিময় থাকলেও, আসলে রাজনীতির কারবারিরা যে যার মতো করে ঝালিয়ে নিলেন রাজ্যের আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি।