কলকাতা ব্যুরো: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! ১১ অগস্ট রাখী পূর্ণিমা উপলক্ষে ছুটি ঘোষণা করল নবান্ন। রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডারে এই ছুটির উল্লেখ ছিল না৷ গত বছরও রাখী বন্ধনে ছুটি দেয়নি রাজ্য৷ তবে এ বার সিদ্ধান্ত বদল করল নবান্ন৷ পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী, ১১ অগস্ট রাখী বন্ধন উপলক্ষে স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত, সমস্ত সরকারি অফিস এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এই ছুটি ঘোষণার ফলে আগামী সপ্তাহে রাজ্য সরকারি কর্মচারীরা টানা ৫ দিন ছুটি পেতে পারেন। তার জন্য অবশ্য একটি ছুটি আলাদা ভাবে নিতে হবে। ১১ অগস্ট বৃহস্পতিবার, রাখী উপলক্ষে ছুটি দিয়েছে রাজ্য৷ ১৩ এবং ১৪ অগস্ট যথাক্রমে শনি ও রবিবার৷ ১৫ অগস্ট সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি৷ মাঝের ১২ অগস্ট, শুক্রবার একটি অতিরিক্ত ছুটি নিলেই টানা ৫ দিন ছুটি উপভোগ করা যাবে৷

রাখীর দিন সরকারি ছুটি মেলায় খুশির জোয়ার কর্মী মহলে। অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে শুরু দিয়েছেন। যদিও দীঘা থেকে দার্জিলিং, বাংলার পর্যটন কেন্দ্রগুলিতে হোটেল মেলাই দুষ্কর। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে মূলত দিদি বা বোনেরা ভাইয়ের মঙ্গলকামনা করে রাখী বাঁধেন। তবে শুধু ভাই-বোনের মধ্যেই রাখী বন্ধন উৎসব সীমাবন্ধ নয়, সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে অনেকে রাখী বন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version