কলকাতা ব্যুরো: চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোর মতোই রীতি মেনে পালিত হলেও রাজ্যের অন্যান্য প্রান্তে মূলত অষ্টমী বা নবমী থেকে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। জগদ্ধাত্রী পুজোয় নবমীতে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় হচ্ছে। এই পুজোর আয়োজন বাগবাজার ইউনাইটেড ক্লাবে এবারও পুজো হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই পুজো পরিচিত বড় পুজো হিসেবে।
এদিন সকাল থেকেই সেখানে একেবারে সাজ সাজ রব। যদিও হাইকোর্টের নির্দেশ মেনে এবং করোনার বিধি অনুযায়ী ভিড় করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় তুলনায় ছোট আকারে আয়োজন করা হয়েছে জগদ্ধাত্রী পুজোর।