কলকাতা ব্যুরো : আজ নরেন্দ্রপুরে বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন ও দুস্থ ছাত্র ছাত্রীদের অনলাইন ক্লাসের জন্য মোবাইল বিতরণ, মোবাইল রিচার্জ করে দিলো নরেন্দ্রপুরের ‘প্রতিজ্ঞা’ নামে এক সংগঠন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম।

সমাজের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের উচ্চশিক্ষা দেওয়া ও আর্থিক সাহায্য করা এই সংস্থার মূল লক্ষ্য। এ ছাড়া সমাজের দুস্থ ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক প্রশিক্ষণও দেবে এই সংগঠন”, জানালেন সোনারপুর (উত্তর) কেন্দ্রের বিধায়ক।

প্রতিজ্ঞার সভাপতি সাম্যব্রত দত্ত জানালেন, “পরিবেশের ভারসাম্য আনার জন্য প্রতিজ্ঞার পথ চলা শুরু হয়েছে। উচ্চশিক্ষা নিতে আগ্রহী দুস্থ ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করবে এই সংগঠন।” প্রতিভাবানদের সামনের সারিতে আনা এবং নিরক্ষরদের স্বাক্ষর করে তোলা এই সংগঠনের অন্যতম কাজ।

বারুইপুর পুলিশ জেলার এএসপি ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, শিক্ষক দিবসের দিন এই ফোরামের পথ চলা শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক কর্মসূচি এই ফোরামের কাজের অন্তর্গত। নরেন্দ্রপুর এলাকায় পরিবেশ দূষণ অতিরিক্ত মাত্রায় বেড়েছে। এই সংগঠন গাছ লাগিয়ে সেই পরিবেশ দূষণ কমানোর চেষ্টা করছে।

এছাড়াও আর্থিক সাহায্য দিয়ে সকলকে স্বাক্ষর করে তুলতে শুরু করেছে এই সংগঠন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তী।

Share.
Leave A Reply

Exit mobile version