কলকাতা ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়া গেটে বসতে চলেছে গ্রানাইটের নেতাজির পূর্ণাবয়ব মূর্তি। তবে যতদিন না আসল মূর্তিটি তৈরি হচ্ছে ততদিন সেই স্থানে থাকবে একইরকম একটি হলোগ্রাম মূর্তি। কথা ছিল আজ অর্থাৎ রবিবার নেতাজির জন্মদিনে হলোগ্রাম মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতোই সন্ধে ৬টা বেজে ৪০ মিনিট নাগাদ নেতাজির মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী।

এদিন নেতাজি মূর্তি উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের বীর সন্তান নেতাজিকে কোটি কোটি প্রণাম। এ এক ঐতিহাসিক দিন। স্বাধীন ভারতের বিশ্বাস যুগিয়ে ছিলেন নেতাজি। এই মূর্তি গোটা দেশের শ্রদ্ধাঞ্জলি। নেতাজি সেই ব্যক্তি, যিনি ব্রিটিশদের বলেছিলেন, ভিক্ষা নেব না, স্বাধীনতা অর্জন করব। এটা দুর্ভাগ্যের যে স্বাধীনতার পর বহু মহান দেশনায়কের বলিদানকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। এই মূর্তি স্বাধীনতার নায়কের প্রতি দেশের শ্রদ্ধাঞ্জলি।

এদিন কলকাতায় নেতাজির বাসভবনে আসার অভিজ্ঞতার কথা স্মরণ করেন মোদী। বলেন, স্বাধীন ভারতের স্বপ্নপূরণ এখন শুধু সময়ের অপেক্ষা। পৃথিবীর কোনও শক্তি সেই স্বপ্নপূরণের লক্ষ্য আটকাতে পারবে না। আমাদের আরও অনেক পথ পেরোতে হবে।

নেতাজি মূর্তি উদ্বোধনের কথা আগেই টুইট করে জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী। লিখেছিলেন, আজ সন্ধে ৬টায় ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি উন্মোচন করার জন্য সকলের অসীম উদ্দীপনা দেখে আমি গর্বিত। পাশাপাশি এই অনুষ্ঠান থেকেই ‘সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার’ও বিতরণ করা হবে।

রবিবার ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২২ সালের ‘সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার’ প্রদান করলেন প্রধানমন্ত্রী মোদী। ‘সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার’-এর খাতে নির্বাচিত সংস্থা প্রতি ৫১ লক্ষ টাকা পুরস্কারমূল্য এবং ব্যক্তি প্রতি ৫ লক্ষ টাকা পুরস্কারমূল্য ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, ৩০ হাজার লুমেন ফোরকে প্রজেক্টরের মাধ্যমে অদৃশ্য হাই গেইন সম্পন্ন ৯০ শতাংশ স্বচ্ছ হলোগ্রাফিক স্ক্রিনে তৈরি করা হয়েছে নেতাজির থ্রিডি অবয়বটি। রবিবার যেটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এদিকে নেতাজির মূর্তি তৈরির দায়িত্বপ্রাপ্ত শিল্পীর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারির ডিরেক্টর অদ্বৈত গদানায়কের নেতৃত্বে তৈরি হচ্ছে মূর্তি। তিনি এদিন বলেন, শুধু নেতাজির দৃঢ়তার পরিচয় দিতে কঠিন গ্রানাইট বাছা হয়নি। এর রং কালো। যা মহাকালী ও শ্রীকৃষ্ণেরও রং। ফলে নেতাজির মূর্তি তৈরি করতে গ্রানাইটের থেকে ভালো উপাদান আর কিছুই হতে পারত না।

Share.
Leave A Reply

Exit mobile version