কলকাতা ব্যুরো : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্যাক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হলো। মোদীর মোবাইল অ্যাপ এও হানা দিয়েছে হ্যাকাররা। ভোর ৩.১৫ নাগাদ হ্যাক করা হয় মোদীর টুইটার অ্যাকাউন্ট। তার টুইটার অ্যাকাউন্টে প্রায় ২৫ লক্ষ ফলওয়ার রয়েছেন। অ্যাকাউন্টটি জন উইকের দ্বারা হ্যাক করা হয়েছে বলে বলে হ্যাক করার পর সেখানে লেখা হয়। পাশে সেই ব্যাক্তির ই মেইল অ্যাকাউন্ট দেওয়া আছে। ফলোরদের বলা হয়, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রান তহবিল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দান করতে। এদিকে টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিষয়টি সম্পর্কে অবহিত এবং অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা ব্যাবস্থা নিচ্ছে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।