কলকাতা ব্যুরো: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাণসীতে দেখা করেন তিনি৷ প্রত্যেকের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে দেশে ফিরতে কার কী অভিজ্ঞতা, তাও শোনেন নমো।

উত্তরপ্রদেশে এখন বিধানসভা নির্বাচন চলছে। বৃহস্পতিবার ছিল ষষ্ঠদফার ভোট। আগামী ৭ তারিখ সপ্তম তথা শেষ দফার ভোট। দিনভর শেষ দফার ভোটের নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। তারই মাঝে তিনি বারাণসীতে ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। ওই পড়ুয়াদের বাড়ি বারাণসী-সহ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়।

যদিও যাঁদের ফেরানো হচ্ছে, তাঁদের মধ্যে অনেকের ভিডিয়োবার্তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে সেই সব ভিডিয়োবার্তা বা সংবাদমাধ্যমের সামনে ভারত সরকারের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন। এই বিষয়টির মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই বলেই মনে করেন প্রধানমন্ত্রী।

এদিন পড়ুয়াদের সামনে মোদী জানান, এই ক্ষোভ খুব স্বাভাবিক ৷ পড়ুয়ারা যে পরিস্থিতির মধ্যে আসছেন, সেই পরিস্থিতিতে এই ধরনের ক্ষোভ হতেই পারে। তাঁর উপরও কেউ ক্ষুব্ধ হলে তিনি কিছু মনে করছেন না কারণ, তিনি জানেন মন শান্ত হলে ওই পড়ুয়ারা বা তাঁদের পরিবার আবার তাঁকেই ভালোবাসবেন।

উল্লেখ্য, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন গঙ্গা শুরু করেছে ভারত সরকার। ইউক্রেন সীমান্তের বিভিন্ন দেশে পৌঁছনোর পর সেখান থেকে বিমানে তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে। এখনও পর্যন্ত ১৭ হাজার ভারতীয়কে ফেরানো গিয়েছে বলে সরকারের দাবি। এই নিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ভারতীয়দের নিরাপদে ফেরাতে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও। তাই বৃহস্পতিবার ইউক্রেন থেকে পড়ুয়াদের সঙ্গে দেখা করতে পেরে তিনিও খুশি।

Share.
Leave A Reply

Exit mobile version