কলকাতা ব্যুরো: করোনা মোকাবিলায় আজ ৭ রাজ্যের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভার্চুয়াল বৈঠকেই সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মিলিত হবেন প্রধানমন্ত্রী। থাকতে বলা হয়েছে ওই রাজ্যগুলির স্বাস্থ্য মন্ত্রীদেরও।
মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি সহ মোট ৭ টি রাজ্য যোগ দেবে ওই বৈঠকে। দেশের মোট করোনা আক্রান্তের ৬৫% মানুষই ওই রাজ্যগুলির। করোনা মোকাবিলায় আর কি কি করা দরকার, তা নিয়েই রাজ্যগুলির মত শুনবেন মোদী। তাদেরকে দেবেন প্রয়োজনীয় নির্দেশও।