কলকাতা ব্যুরো: প্যারালিম্পিকসে ইতিহাস গড়লো ভারত। প্রথম সোনা এলো অভনি লেখারার হাত ধরে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন অবনি। ফাইনালের শুরুটা ভালোই হয়েছিল৷ ধারাবাহিকভাবে ১০ পয়েন্টের উপরেই স্কোর থাকছিল অবনি লেখারার৷ কিন্তু, প্রথমভাগে দুটো শটেই তাঁর স্কোর অনেকটা নিচে নেমে যায়৷ সেইসময় দ্বিতীয় স্থানে চলে যান অভনি।
তবে একেবারে শেষ পর্যায়ে ফের ঘুরে দাঁড়ান অভনি৷ তাঁর অসাধারণ পারফরম্যান্স শেষ পর্ষন্ত সোনা এনে দেয় ভারতের ঘরে। ২৪৯.৬ পয়েন্টে শেষ করেন তিনি৷ অন্যদিকে, ২৪৮.৯ পয়েন্ট পেয়ে রুপো জিতেছেন চিনের কুইপিং ঝাং। ব্রোঞ্জ জিতেছেন ইউক্রেনের ইরিয়ানা স্কেটনিক।
এদিন টুইটারে অবনিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ লেখেন, দারুণ পারফরম্যান্স অবনি লেখারা৷ তোমাকে শুভেচ্ছা ৷ কঠোর পরিশ্রম ও শ্যুটিংয়ের প্রতি তোমার প্যাশনের জন্য আজ ভারতের ঘরে সোনা এসেছে ৷ ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সত্যিই এটা বিশেষ মুহূর্ত ৷ ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ৷