কলকাতা ব্যুরো: বুধবার থেকেই পুজোর উদ্বোধন শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পুজোর উদ্বোধন শুরু হচ্ছে জেলা দিয়ে। অবশ্যই ভার্চুয়াল মাধ্যমে। বুধবার বিকেলে চারটে য় তিনি পুজোর উদ্বোধন শুরু করবেন। নবান্ন সূত্রে খবর, বিভিন্ন জেলা থেকে যে তালিকা এসেছে, তাতে উত্তরবঙ্গের জেলাগুলির পুজো দিয়েই উদ্বোধন শুরু করছেন তিনি।

উত্তরবঙ্গের পাঁচটি জেলা সহ বুধবার মোট ১০ টি জেলার পুজোর উদ্বোধন করবেন নবান্ন সভা ঘর থেকে। প্রথম পরিকল্পনা অনুযায়ী বুধবার প্রথমে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ এবং নদীয়ায় পুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের বাকি জেলাগুলিতে পুজোর উদ্বোধন করবেন তিনি। দুই ২৪ পরগনা ছাড়াও হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝড়গ্রামের পূজোর তিনি উদ্বোধন করবেন নবান্নে থেকেই। জেলাশাসকদের যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে প্রতিটি জেলা থেকে গড়ে পাঁচ – ছ’ টি করে পুজো উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

Share.
Leave A Reply

Exit mobile version