কলকাতা ব্যুরো: পুলিশের লাঠিচার্জ, হেস্টিংস অবরুদ্ধ, জিটি রোডে পরলো বোমা, সাঁতরাগাছিতে খণ্ডযুদ্ধ, দুপক্ষের মধ্যে দফায় দফায় খন্ড যুদ্ধ চলছে এখনো।

লাঠি কাঁদানে গ্যাস ও জলকামান সামনে রেখে মোটামুটি দুপুর পর্যন্ত উত্তেজনা কলকাতা ও হাওড়ার একটা বড় এলাকাজুড়ে। উত্তেজনা জারি রয়েছে সেন্ট্রাল এভিনিউ দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল ঘিরে। পুলিশ আবার বড় বাজারে একটি মিছিল কে আটকাতে ব্যাপক লাঠিপেটা করে পুলিশ। এখনো পর্যন্ত সবচেয়ে বেপরোয়া বিজেপি সমর্থকরা জিটি রোডে। সেখানে পুলিশকে লক্ষ্য করে বোমা ফাটানো হয় বলে অভিযোগ। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

সাতরাগাছি স্টেশনের কাছে মিছিলের থেকে ব্যাপক গোলমাল পাকানো হয়। সেখানেও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।

হাওড়া ময়দানে এখনো সামনাসামনি দুপক্ষ। হাওড়া ব্রিজের উপরে মিছিল আটকাতে পুলিশ লাঠিচার্জ করে। পরে জলকামান ব্যবহার করে। যদিও হেস্টিংস পুলিশ লাঠি নিয়ে দৌড় করাতেই বিজেপি সমর্থকদের বড় মিছিল প্রায় হালকা হয়ে যায়। সেখানে লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয় মতো নেতারা হাজির থাকলেও, পুলিশের লাঠি মোটামুটি অনেকটাই এলাকা ফাঁকা হয়ে যায়। অর্জুন সিং কে দেখা যায় পুলিশের লাঠির ভয় না পেয়ে সমর্থকদের ফিরে আসার জন্য আহবান করতে। তবে এখনো পর্যন্ত ইটবৃষ্টি, জলকামান আর কাঁদানে গ্যাসের হামলা জারি শহরজুড়ে।

হেস্টিংস এলাকায় বিজেপি নেতৃত্বের ডাকে ফের নতুন করে জমায়েত জারি।

গোলমালের এলাকাগুলি

হাওড়া ময়দান
হাওড়া ব্রিজ
ফোরশোর রোড
হেস্টিংস
সাঁতরাগাছি

Share.
Leave A Reply

Exit mobile version